দিল্লির শপিংমল (photo credits: Flickr)

নতুন দিল্লি, ৮ জুন: কেন্দ্রের অনুমতিতে আজ থেকে দেশের বিভিন্ন রাজ্যে খুলছে শপিংমল, রেস্তরাঁ ও ধর্মস্থান (religious places)। তবে করোনা সংক্রমণের মধ্যে এসব খুলে গেলেও সেখানে কি কি করা যাবে বা যাবে না তার তালিকাও প্রকাশ করেছে কেন্দ্র। এই তালিকা মেনে চলার দায়ভার মন্দির, মসজিদ, গুরুদ্বার, গির্জার কর্তৃপক্ষের ও ভক্তবৃন্দের। একইভাবে রেস্তরাঁ ও শপিংমলের ক্ষেত্রেও এই গাইড লাইন প্রযোজ্য। তবে হু হু করে করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অন্যান্য রাজ্যের মতো মহারাষ্ট্র ও গুজরাটে শপিংমল. এবং মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বারের দরজা খুলছে না এখনই। মহামারী কোভিড-১৯ এর কারণে দেশজুড়ে লকডাউন থাকায় এই সব জায়গাগুলি প্রায় আড়াইমাস ধরে বন্ধ রয়েছে।

উল্লেখ্য, আনলক-ওয়ান অনুসারে আজ থেকেই বিভিন্ন রাজ্যের শপিংমলগুলি খোলার অনুমতি মিলেছে। তবে সিনেমাহল, থিয়েটার, শিশুদের খেলার পার্কগুলি পরবর্তী নির্দেশাবলী আসার আগে পর্যন্ত খুলছে না। তবে সব জায়গাতেই মানতে হবে স্বরাষ্ট্র মন্ত্রকের গাইড লাইন। তাই মন্দির মসজিদ গির্জা গুরুদ্বার শপিংমলে যেতে হলে সামাজিক দূরত্ব বিধি মেনে চলা, থার্মাল স্ক্রিনিং করাতে হবে, মাস্ক পরতে হবে। কর্তৃপক্ষ অসুস্থ কাউকে সেখানে প্রবেশের অনুমতি দেবে না। এমনকী দর্শনার্থীর প্রবেশ সীমিত হতে হবে। শপিংমল, রেস্তরাঁ, ফুড কোর্টে একসঙ্গে ৫০ জনের বেশি লোকজন প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সব জায়গাতেই স্পর্শহীন পেমেন্ট মোড অনুসরণ করতে হবে। শপিংমলের প্রবেশদ্বারে গ্রাহকের হাতে স্যানিটাইজ করতে হবে। সঙ্গে থার্মাল স্ক্রিনিংও। একসঙ্গে নয় এক ধাপে একজনেরই এসক্যালেটরে চড়ার অনুমতি রয়েছে। আরও পড়ুন-GoAir Terminates Trainee Pilot: টুইটারে বিদ্বেষমূলক পোস্ট, একই নামের গেরোয় পড়ে চাকরি খোয়ালেন গো-এয়ারের পাইলট

মন্দিরের দর্শনার্থীদের তালিকায় যেন ৬৫ বছরের উর্ধ্বে অসুস্থ কোনও দর্শনার্থী প্রবেশের অনুমতি নেই। এই তালিকায় ১০ বছরের বয়সের নিচে থাকা বাচ্চার যেমন আছে, তেমনই আছেন অন্তঃসত্ত্বারাও। তাঁদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিগ্রহকে কোনওভাবে স্পর্শ করা যাবে না। মন্ত্রকের নির্দেশে এই সব পাবলিক প্লেসে প্রত্যেকেই প্রত্যেকের থেকে অন্তত ৬ ফুট দূরত্ব বজায় রাখবেন। ধর্মীয় স্থানে মুখে মাস্ক বাধ্যতামূলক। এই সব জায়গায় ভিড় নিষিদ্ধ করা হয়েছে।