Independence Day (Photo Credit: Latestly)
Independence Day 2025: আর এসে গেল এবারের স্বাধীনতা দিবস (Independence Day)। ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসকে ভারতের (India) সতন্ত্রতা দিবস বলেও সম্মোধন করেন অনেকে। ভারতের স্বাধীনতার জন্য যে বীর বিপ্লবীরা লড়াই করেছিলেন, তাঁদের সম্মান জানানোর দিন এই স্বাধীনতা দিবস। ইংরেজ শাসকের হাত থেকে ভারতকে স্বাধীন করতে কত রক্ত যে ঝরেছে, কত মায়ের কোল খালি হয়েছে, কত স্ত্রীর মাথার সিঁদূর ফিকে হয়ে গিয়েছে, সেই মানুষদের অবদানকে বিশেষভাবে স্মরণ করার দিন এই স্বাধীনতা দিবস। তাই স্বাধীনতা দিবস পালন করা হয় দেশের প্রত্যেকটি প্রান্তে। দেশের প্রত্যেক নাগরিক এই দিনটিকে পালন করেন বিশেষভাবে।
এ বছর ৭৮ না ৭৯ বছর হবে ভারতের স্বাধীনতার?
১৯৪৭ সালের ১৫ অগাস্ট ভারত স্বাধীন হয়। সেই অনুযায়ী এ বছর ৭৮তম স্বাধীনতা দিবস পালন করবে ভারতবর্ষ। প্রত্যেক বছর এক নতুন উদ্দীপনার মাধ্যমে ভারতের স্বাধীনতা দিবস পালন করেন দেশের প্রত্যেকটি মানুষ। স্বাধীনতাকে স্মরণ করে দেশের ভবিষ্যত কীভাবে আরও উজ্জ্বল করা যায়, সেই শপথ নেওয়া এই প্রত্যেক বছরের স্বাধীনতা দিবসের প্রাক্কালে।
স্বাধীনতা দিবসের ইতিহাস এবং গুরুত্ব এবং প্রথম প্রধানমন্ত্রী
স্বাধীনতা দিবস দেশের প্রত্যেক মানুষের কাছে জাতীয় ঐক্য এবং গর্বের প্রতীক। স্বাধীনতা কীভাবে অর্জন করা হয়, তা এই দিনটি পালনের মাধ্যমে দেশের মানুষ সেই রক্তক্ষয়ী সংগ্রাম করা বিপ্লবীদের মনে করেন।
দেশ ও মানুষের জন্য যাঁরা নিজেদের প্রাণ বিসর্জন দেন ইংরেজের অত্যাচারি শাসনে, তাঁদের স্মরণ করার দিন।
স্বাধীনতার মূল্য যে কতখানি, তা এই দিনে বিশেষভাবে স্মরণ করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্তে ওইদিন নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপ্লবীদের মতাদর্শ মেনে যাতে দেশের বর্তমান প্রজন্ম ভারতবর্ষের উন্নতি সাধনের চেষ্টা করেন, তা এই অনুষ্ঠানের অন্যতম মূল লক্ষ্য হিসেবে বিবেচিত হয়।
স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন
প্রত্যেক বছরের মত এবারও স্বাধীনতা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশ ও জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ সম্প্রচারিত হবে। এসবের পাশাপাশি স্বাধীনতা দিবসের প্রাক্কালে গোটা দেশ জুড়ে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। দিল্লিতে যেমন নিরাপত্তা বাড়ানো হয়, তেমনি জম্মু কাশ্মীর থেকে মুম্বই, বাংলা, কেরল, দেশের উত্তর-পূর্ব সর্বত্র কড়া নিরাপত্তারর ঘেরাটোপে মুড়ে ফেলা হয়।