দিল্লি, ১৫ অগাস্ট: স্বাধীনতা দিবসের (Independence Day ) দিন আগামী বছর রেড ফোর্ট থেকে দেখা হবে ১৫ অগাস্টে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। প্রধানমন্ত্রীর রেড ফোর্ট মন্তব্যের তীব্র বিরোধিতা করল কংগ্রেস। মল্লিকার্জুন খাড়গে বলেন, প্রধানমন্ত্রী রেড ফোর্ট থেকে যা বলেছেন, তাতে তাঁর ঔদ্ধত্য প্রকাশ পায়। আগামী বছর বাড়িতে বসে মোদী জাতীয় পতাকা তুলবেন বলেও কটাক্ষ করেন খাড়গে। প্রসঙ্গত লালকেল্লায় স্বাধীনতা দিবসের ভাষণের সময় মহিলাদের ক্ষমতায়নের বিষয়ে আরও জোর দেন প্রধানমন্ত্রী। এমনকী, গরিবী যত সরবে, তত মধ্যবিত্তের জীবনযাত্রার মান উন্নত হবে বলেও মন্তব্য করেন মোদী। প্রধানমন্ত্রীর আগামী বছর লালকেল্লায় পতাকা তোলার মন্ত্বযের বিরোধিতা করেন খাড়গে।
প্রসঙ্গত ১৫ অগাস্টের ভাষণে পরিবারবাদের বিরুদ্ধে তোপ দাগেন প্রধানমন্ত্রী। পরিবারবাদের রাজনীতি দেশের গণতন্ত্রের জন্য উপযুক্ত নয় বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।