দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১৮০০ স্বনামধন্য ব্যক্তিকে আমন্ত্রণ জানানো হয়েছে লাল কেল্লায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের ৭৭ তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে লাল কেল্লা থেকে দেশকে নেতৃত্ব দেবেন বলে জানা গেছে।
"জনভাগিদারী " সরকারের একটি প্রকল্পের ভিত্তিতে নেওয়া হয়েছে এই উদ্যোগ। দেশের প্রত্যেকটি রাজ্য থেকে ৭৫ জনকে তাঁদের ঐতিহ্যগত পোশাকে আমন্ত্রণ জানানো হয়েছে। যাদের মধ্যে রয়েছেন ৬৬০ টি গ্রাম থেকে ৪০০ গ্রাম প্রধান, কৃষিক্ষেত্র থেকে ২৫০ জন, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কীম এবং প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা থেকে ৫০ জন।
সেন্ট্রাল ভিস্তা প্রজেক্টের নির্মাণ কার্য থেকে ৫০ জন, খাদি থেকে ৫০ জন, বর্ডার রোডে কর্মরত ৫০ জন, ৫০ জন স্কুল শিক্ষক এছাড়া নার্স, এবং মৎসজীবীও এর মধ্যে যুক্ত রয়েছে বলে জানা গেছে।
এর মধ্যে বেশ কিছু জন যাবেন ন্যাশন্যাল ওয়ার মেমোরিয়ালে। এবছর স্বাধীনতা দিবসে আজাদির অমৃত মহোৎসব পালন করবেন প্রধানমন্ত্রী। গুজরাটের সবরমতী আশ্রম থেকে ২০২১ সালের ১২ মার্চ এই মহোৎসবের সূচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এবছরের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে বেশ কিছু নতুন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। আগের তুলনায় এবছর আরও বেশ অতিথিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।
এই উপলক্ষ্যে দিল্লির বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রান্তের প্রায় ১২ টি স্থানে রাখা হয়েছে সেলফি পয়েন্ট। অনুষ্ঠানের অংশ হিসেবে মিনিস্ট্রি অফ ডিফেন্সের মাই গর্ভমেন্ট পোর্টালে অনলাইন সেলফি প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। ১৫ থেকে শুরু করে ২০ তারিখ পর্যন্ত চলবে এই সেলফি প্রতিযোগীতা। অনুষ্ঠানের বিজয়ীদের প্রত্যককে ১০ হাজার টাকা পুরষ্কার দেওয়া হবে বলে জানা গেছে।
1800 people invited as special guests, 75 couples in traditional attire to witness Independence Day event at Red Fort
Read ANI Story | https://t.co/1TmstYlHpo#IndependenceDay #Delhi #RedFort #IndependenceDay2023 pic.twitter.com/BpZhGVLI72
— ANI Digital (@ani_digital) August 13, 2023