ছত্তিশগড়কে মাওবাদীদের হাত থেকে মুক্ত করতে চাইছে কেন্দ্র সরকার। আর সেই কাজ ময়দানে নেমে করছে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তাই রাখি বন্ধন (Raksha Bandhan 2025) উৎসবে তাঁদের হাতে রাখি পড়িয়ে মঙ্গল কামনা করল খুদে বোনেরা। শনিবার সুকমা জেলায় একটি সরকারী স্কুলে অনুষ্ঠিত হল রাখি বন্ধন অনুষ্ঠান। যেখানে যোগ দেন সিআরপিএফের ৭৪ তন ব্যাটেলিয়ানের জওয়ানরা। স্কুলছাত্রীরা তাঁদের হাতে রাখি পড়িয়ে এই অনুষ্ঠানকে সফল করে তুলল।

আবেগপ্লুত সিআরপিএফ জওয়ানরা

এই অনুষ্ঠানে যোগ দিয়ে এক সিআরপিএফ আধিকারিক বলেন, আমরা এই এলাকার সুরক্ষা সুনিশ্চিত করতে দিনের পর দিন পরিবারের সঙ্গে দেখা করতে যেতে পারি না। সেই আক্ষেপ ভোলানোর জন্য স্কুল কর্তৃপক্ষ এই অনুষ্ঠান আয়োজিত করেছে। আমরা আনন্দিত হয়েছে রাখি বন্ধন অনুষ্ঠানে যোগ দিতে পেরে। আগামীদিনে এই এলাকাকেও মাওবাদীদের হাত থেকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছি।

ঝাড়খণ্ডে মাওবাদী হামলা

প্রসঙ্গত, গত শুক্রবারই ঝাড়খণ্ডের জঙ্গলে মাওবাদী হামলায় গুরুতর আহত হয়েছিলেন দুই সিআরপিএফ জওয়ান। আইইডি বিস্ফোরণে আহত হয়েছিলেন তাঁরা। আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে এয়ারলিফ্ট করে রাচীর রাজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চলছে তাঁদের চিকিৎসা।