Jyoti Malhotra (Photo Credit: X)

পহেলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর পাকিস্তানেক সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে ভারত। তবে পাক জঙ্গির এই হামলার তদন্তে নেমে পুলিশ জানতে এদেশের কিছু মানুষ ঘরশত্রু বিভীষণের কাজ করছে। দেশে থেকে শত্রুপক্ষের হয়ে গুপ্তচরবৃত্তি মাধ্যমে দেশবিরোধী কার্যকলাপ করছে। এই ঘটনার তদন্তে নেমে প্রথমেই গ্রেফতার করা হয় সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ইনফ্লুয়েন্সার তথা ট্রাভেল ভ্লগার জ্যোতি মালহোত্রা (Jyoti Malhotra Case)। গতমাসেই তাঁকে হরিয়ানার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাঁকে জেরা করে উঠে আসে একাধিক ব্যক্তির নাম। উত্তরপ্রদেশ, রাজস্থান, পঞ্জাব, হরিয়ানা সহ একাধিক রাজ্যে শুরু হয় ধরপাকড়। এখনও পর্যন্ত আটক হয় ১৫ জন।

একাধিক ইউটিউবারকে তলব হরিয়ানা পুলিশের

এই ঘটনার তদন্তে নেমে উঠে আসছে আরও ৪-৫ জন জনপ্রিয় ইউটিউবারের নাম। সূত্রের খবর, শনিবারই তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সন্দেহভাজনরা সকলেই জ্যোতি ঘনিষ্ঠ বলে জানা যাচ্ছে। তবে তাঁদের বিরুদ্ধে একাধিক তথ্যপ্রমাণ রয়েছে বলে জানা যাচ্ছে। শনিবার হিসার পুলিশ সন্দেহভাজন ইউটিউবারদের তলব করেছে বলে খবর। এদিকে, আগামী ৯ জুন অর্থাৎ সোমবার জ্যোতি মালহোত্রার মামলার পরবর্তী শুনানি রয়েছে।

জ্যোতি মালহোত্রার পাকিস্তান যাত্রা

প্রসঙ্গত, এই জ্যোতি বিগত কয়েক বছরে ৩ থেকে ৪ বার পাকিস্তান সফর করেছেন। এমনকী পহেলগাম হামলার আগেও সে পাকিস্তানে গিয়েছিল। তাঁর সঙ্গে যোগাযোগ ছিল পাক হাই কমিশনের এক আধিকারিক, আইএসআই এজেন্ট সহ পাক সেনা আধিকারিকদের। এমনকী পাকিস্তানের জাতীয় দিবসেও উপস্থিত হতে দেখা যায় জ্যোতিকে।