মুম্বই: দুটি আলাদা ঘটনায় মুম্বই বিমানবন্দর কাস্টমস (Mumbai Airport Customs) কর্তৃপক্ষ বাজেয়াপ্ত করল ৬১ কেজি সোনা (Gold)। যার বাজারমূল্য ৩২ কোটি টাকা বলে জানিয়েছেন বিমানবন্দরের কাস্টমস বিভাগের এক আধিকারিক। এর পাশাপাশি সাতজনকে গ্রেফতারও করা হয়েছে।
কাস্টমস সূত্রে জানা গেছে, আজ পর্যন্ত একদিনে এর থেকে বেশি সোনা বাজেয়াপ্ত করা হয়নি মুম্বই বিমানবন্দর থেকে। এটা একটা ইতিহাস বলেও জানাচ্ছেন মুম্বই বিমানবন্দরের কাস্টমস বিভাগের আধিকারিকরা। দুটি আলাদা ঘটনায় এত সোনা বাজেয়াপ্ত করার পাশাপাশি পাঁচজন পুরুষ ও দুজন মহিলা যাত্রীকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রথম ঘটনাটিতে, তানজানিয়া (Tanzania) থেকে ফেরার সময় চারজন ভারতীয় নাগরিকদের গ্রেফতার করা হয়েছে। তারা পিঠের বেল্টে করে এক কেজি ওজনের মোট ৫৩ কেজি সোনা লুকিয়ে নিয়ে আসছিল। এর বাজারমূল্য ২৮.১৭ কোটি টাকা। ধৃতদের জেরা করে জানা গেছে, সংযুক্ত আরব আমিরশাহীতে বিশেষভাবে তৈরি ওই বেল্টটি একজন সুদানের নাগরিক তাদের দোহা বিমানবন্দরে দিয়েছিল।
Maharashtra | On 11th November, Mumbai Airport Customs seized 61 kg gold valued at Rs 32 crores and arrested seven passengers in two separate cases pic.twitter.com/uTCmbnhvgV
— ANI (@ANI) November 13, 2022
#WATCH | 61 kg gold valued at Rs 32 crore seized at Mumbai airport. 7 accused including 5 male & 2 female passengers were arrested. The gold bars were concealed on their body in a specially designed belt, having multiple pockets, wrapped around their torso: Mumbai Airport Customs pic.twitter.com/TrGP9Rvx8I
— ANI (@ANI) November 13, 2022