Weather Forecast: এবার পুজোর মরসুম (Durga Puja 2025) একটু আগেই পড়ে গিয়েছে। সেপ্টেম্বরে প্রথমে বিশ্বকর্মা পুজো, তারপর মহালয়া, এরপর ২৮ সেপ্টেম্বর দুর্গাপুজোর মহাষষ্ঠী। পুজো আসার কাউন্টডাউন শুরু হলেই সবার মনে একটা বড় প্রশ্ন আসে। পুজোয় বৃষ্টি হবে কি না। দেশের আবহাওয়া দফতর (IMD) এদিন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সেপ্টেম্বর মাসে উত্তর-পশ্চিম ভারতে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হবে। বিশেষ করে উত্তরাখণ্ড, দক্ষিণ হরিয়ানা, দিল্লি-এনসিআর এবং উত্তর রাজস্থানে ২০ থেকে ৩০ শতাংশ বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর-পশ্চিম ভারতে সেপ্টেম্বর মাসে ভারী বৃষ্টির পূর্বাভাস, সতর্কবার্তা জারি করেছে আইএমডি। এমনকী পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় স্বাভাবিকের তুলনায় ২০-৩০ শতাংশ বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
পুজোয় বাংলায় কেমন থাকতে পারে আবহাওয়া
উত্তরবঙ্গে (যেমন দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, কালিম্পং) বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম হতে পারে, কিন্তু সামগ্রিকভাবে রাজ্যে বৃষ্টির ঘাটতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। IMD-জানিয়েছে, মৌসুমী বায়ু স্বাভাবিক অবস্থানে থাকবে, কিন্তু নিম্নচাপগুলি প্রধানত পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে রাজস্থান পর্যন্ত পৌঁছাতে পারে, যা পশ্চিমবঙ্গের উপরও প্রভাব ফেলবে। ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশে ১১৫ শতাংশ বৃষ্টিপাত হয়েছিল। চলতি বছর সেই রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
দেখুন খবরটি
More heavy rain expected in northwest India in September, especially Uttarakhand, south Haryana, Delhi and north Rajasthan: IMD
— Press Trust of India (@PTI_News) August 31, 2025
ভারী বৃষ্টির পূর্বাভাস যে সব জায়গায় রয়েছে
সেপ্টেম্বরের প্রথম ও তৃতীয় সপ্তাহে বৃষ্টির চরম প্রভাব পড়তে পারে। বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি (৬৪.৫ মিমি-এর বেশি/২৪ ঘণ্টায়), এমনকি উত্তরাখণ্ড ও হরিয়ানার কিছু অংশে অতিভারী বৃষ্টিও (>২০৪.৫ মিমি) হতে পারে। আরব সাগর ও বঙ্গোপসাগরে নিম্নচাপের কারণে মৌসুমী বায়ুর প্রত্যাহার দেরি হবে। উত্তরাখণ্ডে গঙ্গা ও যমুনা অববাহিকায় প্লাবনের ঝুঁকি। ভূমিধসের আশঙ্কাও প্রবল। চলতি বছর জুনে আইএমডির মৌসুমি পূর্বাভাসে ১০৬% বৃষ্টিপাতের কথা বলা হয়েছিল। সেই পূর্বাভাস মিলে যায়। লা-নিনার প্রভাবের কারণে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টির মাত্রা বাড়ছে।
অগাস্টে দেশে কতটা বৃষ্টিপাত হল
চলতি বছর সারা দেশে বৃষ্টির পরিমাণ স্বাভাবিকের তুলনায় ১১ শতাংশ বেশি আছে। এবং অগাস্ট মাস শেষে এটি আরও বেড়ে ১২ শতাংশ বেশি হয়েছে(অর্থাৎ ১১২% LPA)। অগাস্টে দেশে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে উত্তরাখণ্ড, হরিয়ানা, দিল্লি এবং উত্তর রাজস্থানে। দিল্লিতে অগাস্টে ৩৯০.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে, যা স্বাভাবিকের প্রায় দ্বিগুণ। পশ্চিমবঙ্গে অগাস্টে ২৮০ মিলিমিটার (স্বাভাবিকের ৫% বেশি, দক্ষিণবঙ্গে বেশি) বৃষ্টিপাত হয়েছে।