স্কুলের আড়ালে মাদক চক্র (ছবিঃX

নয়াদিল্লিঃ স্কুলের (School) ভিতরেই রমরমিয়ে চলছে বেআইনি মাদক (Drug) তৈরির কারখানা। অবৈধ ব্যবসার সঙ্গে জড়িয়ে খোদ স্কুলের মালিক। স্কুলে তল্লাশি চালিয়ে উদ্ধার লক্ষ লক্ষ টাকার মাদক। ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার বোয়েনপল্লির একটি বেসরকারি স্কুলে। গোপন সূত্রে খবর পেয়ে ওই স্কুলে অভিযান চালায় এলিট অ্যাকশন গ্রুপ ফর ড্রাগ ল এনফোর্সমেন্ট। সেখানে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ তদন্তকারী অফিসারদের। জানা গিয়েছে, ওই স্কুলের মালিকের নাম মাহেলা জয়া প্রকাশ গৌড়। মাহবুবনগরের বাসিন্দা তিনি। গুরুভারেড্ডি নামে এক ব্যক্তির সঙ্গে হাত মিলিয়ে এই অবৈধ ব্যবসা চালাতেন তিনি এমনটাই অভিযোগ। স্কুলের নির্জন জায়গায় মাদক তৈরি করে তা অন্যান্য জায়গায় রপ্তানি করা হত বলে খবর। স্কুল থেকে উদ্ধার করা হয়েছে মাদক তৈরির সরঞ্জাম, আলপ্রাজোলাম ও প্রক্রিয়াজাত ট্যাবলেট। সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এই ঘটনা প্রকাশ্যে আসতেই পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। স্কুল কর্তৃপক্ষের তরফে আশ্বাস দেওয়া হয়েছে যে, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

স্কুলের আড়ালে মাদক চক্রের রমরমা, উদ্ধার কোটি কোটি টাকার ড্রাগ