নয়াদিল্লিঃ আইআইটি গুয়াহাটির(IIT Guwahati) হোস্টেল রুম থেকে উদ্ধার ছাত্রের ঝুলন্ত দেহ। আর এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি গুয়াহাটি ক্যাম্পাস(Campus)। এই নিয়ে দুই মাসের মধ্যে ২ ছাত্রের মৃত্যু(Death)। আর চলতি বছরে মোট চারজন পড়ুয়া আত্মঘাতী(Suicide) হয়েছেন বলে খবর। ফলে দেহ উদ্ধারের পরই ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। ক্যাম্পাসের মধ্যেই চলে প্রতিবাদ। প্রতিষ্ঠান মানসিক স্বাস্থ্যের উপর কতটা জোর দিচ্ছে তা নিয়ে একাধিক প্রশ্ন তুলছেন তাঁরা। জানা গিয়েছে, হোস্টেল রুম থেকে উদ্ধার হয় ২১ বছরের ইঞ্জিনিয়ারং পড়ুয়ার দেহ। উত্তরপ্রদেশের বাসিন্দা ছিলেন তিনি। মানসিক চাপের জেরেই তাঁর মৃত্যু বলে দাবি সহপাঠীদের। এ বিষয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, 'এই ঘটনায় প্রতিষ্ঠান গভীরভাবে শোকাহত। ছাত্রের পরিবারকে সমবেদনা জানানো হয়। এরপর প্রতিষ্ঠানের মুখপাত্র জানান কলেজে পড়ুয়াদের সমস্যা সমাধানের জন্য একাধিক কমটি রয়েছে। সমস্যা হলে সে সব কমিটির সঙ্গে যোগাযোগ করুন। অন্যদিকে ইতিমধ্যেই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ ময়নাতদন্তের জন্য গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে। কী কারণে মৃত্যু তা খতিয়ে দেখছে পুলিশ।
আইআইটি গুয়াহাটি ক্যাম্পাসে বিক্ষোভের ঝড়
#WATCH | Students of #IITGuwahati staged a protest against the college administration after one of the students ended his life on September 8.#guwahati #IITsuicide @IITGuwahati @KamrupPolice pic.twitter.com/n9djaef9LK
— GPlus (@guwahatiplus) September 9, 2024