1951 IIT Kharagpur (Photo Credit: X@airnewsalerts)

IIIT Prayagraj: চাকরির বাজারে শুনেও ভাললাগার খবর। একটা চাকরির জন্য যখন হন্যে হয়ে ঘুরছে সবাই। ভারতে বেকারত্বের সমস্যা যখন ক্রমশ বেড়েই চলেছে। একটা চাকরি পেতে কার্যত লড়াই চলছে। একের পর এক কোম্পানি থেকে আসছে কর্মী সঙ্কোচন, কর্মী ছাঁটাইয়ের খবর। তখন এরই মধ্যে অন্যরকম খবর। খোদ কোম্পানি ছুটে এল ওর কাছে। পড়াশোনার ব্যস্ততার মাঝে মোটা চাকরির প্রস্তাব। ওর বুদ্ধিমত্তা, জ্ঞানের পরিচয় পেয়ে একেবারে কার্যত ব্ল্যাঙ্ক চেক নিয়ে হাজির মার্কিন যুক্তরাষ্ট্রের এক বহুজাতিক সংস্থা। আইআইটি প্রয়াগরাজের ছাত্র বিপুল জৈন-কে ১ কোটি ৪৫ টাকার চাকরির অফার দিল মার্কিন আইটি কোম্পনি 'রুবরিক'(Rubrik)। এত টাকার চাকরির অফার এর আগে কেউ প্রয়াগরাজের আইআইটি থেকে কেউ পায়নি।

এই রুবরিক কোম্পানি কী ধরনের সেক্টরে কাজ করে

মার্কিন তথ্য-প্রযুক্তি সংস্থা Rubrik।  আমেরিকার ক্লাউড ডেটা ম্যানেজমেন্ট ও সাইবার নিরাপত্তা কোম্পানি রুবরিক বিপুল জৈন-কে যত দ্রুত সম্ভব তাদের কোম্পানির কাজে যোগ দিতে অনুরোধ করে মেল করেছে।

দেড় কোটি টাকার চাকরির প্রস্তাব

আর কি কি সুবিধা দেওয়া হবে বিপুল জৈনকে

বছর প্রায় দেড় কোটি টাকা মোটা অর্থের মাইনের পাশাপাশি বিলাসবহুলভাবে বিনামূল্যে থাকা-খাওয়ার সুবিধা তাঁকে দেবে মার্কিন কোম্পানি Rubrik।