নয়াদিল্লিঃ কলেজের (College) দিনগুলি জীবনের স্মৃতির পাতার একটা অধ্যায় হিসেবে থেকে যায় সারাজীবন। লেকচার (Lecture),পড়াশোনা থেকে বন্ধুদের সঙ্গে আড্ডা সবটাই এই জীবনের অঙ্গ। কিছু ছাত্রছাত্রীর কাছে কলেজ জীবনের অনেকটা অংশ জুড়ে থাকে মেস বা হোস্টেল (Hostel) জীবনের স্মৃতি। আর এই মেসের খাবারই যদি মুখে তোলার মতো না হয় তাহলে তা সত্যিই কষ্টদায়ক। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (Social Media)একটি ভিডিয়ো ভাইরাল (Viral) হয়েছে। যেখানে দেখা যাচ্ছে কেটে রাখা শসার মধ্যে কিলবিল করছে ছোটছোট আরশোলা। জানা যাচ্ছে, এটি আইআইআইটি হায়দরবাদের (IIIT Hyderabad) ঘটনা। শাশ্বত গোয়েল নামে এক ছাত্র এই ছবিটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছেন। ওই ছাত্রের অভিযোগ,দিনের পর দিন এই ধরনের খাবার খেতে দেওয়া হচ্ছে ছাত্রদের। কলেজ কর্তৃপক্ষ সব জেনেও কোনও পদক্ষেপ করছে না। মাঝেমধ্যে রান্নায় এত তেল দেওয়া হয় যা মুখে তোলার যোগ্য নয় বলেও অভিযোগ ওই ছাত্রের। শুধু তাই নয়, ছাত্ররা অভিযোগ করতে গেলে, পাল্টা কলেজ কর্তৃপক্ষের তরফে বলা হয় ছাত্ররা ক্যান্টিনের খাবার না খেয়ে বাইরের নানা ফুড ডেলিভারি অ্যাপ ব্যবহার করে খাবার আনিয়ে খায়। কলেজ কর্তৃপক্ষের এই মন্তব্যকে সাফাই হিসেবেই মানছেন ছাত্ররা তাই জানিইয়েছেন অভিযোগকারী ওই ছাত্র। কবে এই সমস্যার সুরাহা হবে? সে প্রশ্নও তোলেন তিনি।
এই খবরটিও পড়ুনঃ মুম্বই বিমানবন্দরে মুখোমুখি দু'টি বিমান, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা, দেখুন ভিডিয়ো
Viral Post Claims IIIT Hyderabad Serves Food With Cockroaches And Flies. See Pic https://t.co/RWzN4vwa4A pic.twitter.com/1L91bMbvyD
— NDTV (@ndtv) June 9, 2024