
অপারেশন সিঁদুরের পর এই প্রথমবার জম্মু-কাশ্মীর গেলের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তাঁর দু’দিনের এই সফরে শুক্রবার তিনি গেলেন পুঞ্চে (Poonch) সীমান্ত লাগোয়া এলাকায়। এদিন তিনি পাক সেনার হামলায় নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে কথা বলেন। এথানেই শেষ নয়, পুঞ্চে জনসভা করে পাকিস্তানকে নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। সেই সঙ্গে বিএসএফ, ভারতীয় সেনার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন তিনি।
ভারতীয় সেনার জবাবি হামলা নিয়ে খুশি অমিত শাহ
পুঞ্চের মঞ্চ থেকে শাহ বলেন, “অপারেশন সিঁদুরের জবাবে পাক সেনা যখন ভারতের হামলার চেষ্টা করে, বিশেষ করে জনবসতিপূর্ণ এলাকাকে লক্ষ্য করে হামলার চেষ্টা করছিল, সেই সময় জম্মু ফ্রন্টিটয়ারের বিএসএফ, রাজস্থান ফ্রন্টিয়ার থেকে সুদূর কচ্ছ সীমান্ত পর্যন্ত বিএসএফ পাক সেনাকে কড়া জবাব দিয়েছে। তাঁরা পূর্ণ সতর্কতার সঙ্গে সীমান্ত রক্ষা করেছেন। পাক সেনার ১১৮টি পোস্ট নষ্ট করা হয়েছে। ওঁদের যা ধ্বংস হয়েছে, তা ঠিক করতেই কম করে ৪-৫ বছর সময় লেগে যাবে। আসলে আমরা যখন শান্তিপূর্ণ পরিস্থিতি ছিল তখন থেকেই পাকিস্তানের ওপর কড়া নজর রেখেছিলাম”।
দেখুন অমিত শাহের বক্তব্য
#WATCH | Poonch, J&K: During his interaction with BSF personnel, Union HM Amit Shah says, "...If Pakistan has suffered the biggest loss, it is the destruction of their surveillance equipment, and due to this, for a long time, they were not able to fight with full information.… pic.twitter.com/BTRYBZOO1f
— ANI (@ANI) May 30, 2025
সেনার প্রশংসায় পঞ্চমুখ অমিত শাহ
অমিত শাহ আরও বলেন, “আমাদের সেনা জানত, কোথায় কোথায়, কেমনভাবে হামলা সবথেকে কম সময়ের মধ্যে করা যাবে এবং তাঁদের সবথেকে বেশি ক্ষতি হবে। পাকিস্তানের সবথেকে বড় ক্ষতি হয়েছে নজরদারি সরঞ্জামের ওপর। সেগুলি এমনভাবে ধ্বংস করা হয়েছে যে তাঁরা লম্বা সময় পর্যন্ত সম্পূর্ণ তথ্য ছাড়া যুদ্ধ করতে পারবে না। মাত্র তিনদিনের মধ্যে ১১৮টি পোস্ট ধ্বংস করা সহ পাকিস্তানের সেনাঘাঁটিতে হামলা চালানো অনেক বড় ব্যাপার ছিল। আর সেই অসাধ্য সাধন করতে পেরেছিলেন আমাদের বীর সেনা জওয়ানরা”।