Hindi: অহিন্দিভাষী রাজ্যের উপর বিজেপি হিন্দি চাপাতে চাইলে, প্রতিহত করা হবে, বললেন সৌগত রায়
Saugata Roy, Amit Shah (Photo Credit: Twitter/Wikipedia)

কলকাতা, ৮ এপ্রিল:  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং বিজেপি (BJP) যদি অহিন্দিভাষী রাজ্যের উপর হিন্দি চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন, তাহলে তা প্রতিহত করা হবে। এবার এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেস সাংসদ সৌগত রায় (Sougata Roy)। তিনি বলেন, ভারতবর্ষ বৈচিত্রময় দেশ। এখানে বিভিন্ন ভাষাভাষীর মানুষ রয়েছেন। তাই এই ধরনের নিয়ম কখনও মেনে নেওয়া হবে না বলে হিন্দি নিয়ে কড়া প্রতিবাদ করেন তৃণমূল কংগ্রেস সাংসদ।

বৃহস্পতিবার  ভাষা সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠকে হিন্দির প্রয়োগের পক্ষে জোর দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মানুষ যখন কথা বলেন, তখন তাঁদের মধ্যে ভাবের আদানপ্রদান হওয়া উচিত হিন্দিতে। ইংরেজি নয়, হিন্দির মাধ্যমে বিভিন্ন রাজ্যের মানুষ একে অপরের সঙ্গে কথা বলুন বলে মন্তব্য করেন অমিত শাহ।

আরও পড়ুন:  Rama Navami: বেঙ্গালুরুতে রাম নবমীতে মাংস বিক্রি 'নিষিদ্ধ'

দুই রাজ্যের মানুষের কথপোকথন সব সময় হিন্দিতে হওয়া উচিত বলে বৃহস্পতিবার দাবি করেন অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ওই মন্তব্যের পর আজ হিন্দির প্রয়োগ নিয়ে বিরোধিতা করেন তৃণমূলের বর্ষীয়ান নেতা সৌগত রায়।