সেভিংস অ্যাকাউন্টের জন্য নুন্যতম ব্যালেন্স ১০ হাজার টাকার থেকে বাড়িয়ে হল ৫০ হাজার টাকা। ১ অগাস্ট থেকে এমনই নিয়ম চালু করল আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank) কর্তৃপক্ষ। যদিও এই নিয়ম ধার্য থাকছে শুরুমাত্র মেট্রো ও আর্বান এলাকার ক্ষেত্রে। সেমি-আর্বান এলাকার জন্য নুন্যতম ব্যালেন্স উর্ধ্বসীমা ২৫ হাজার এবং গ্রামীণ এলাকার জন্য ১০ হাজার টাকা নির্ধারিত করা হয়েছে। এর আগে গত মাসে ইউপিআই পেমেন্টের ক্ষেত্রে মার্চেন্ট প্লাটফর্মগুলির থেকে টাকা ধার্য করেছিল আইসিআইসিআই ব্যাঙ্ক। এই চার্জ বসানো হয়েছে পেমেন্ট অ্যাগ্রিগেটরের ক্ষেত্রে।
দেখুন পোস্ট
#ICICIBank raises average minimum balance for savings a/c in metros & urban areas to Rs 50,000, from Rs 10,000 before
Higher minimum average monthly balance (MAMB) to come into effect from Aug 1, 2025
Revised MAMB for new accounts being opened after Aug 1 pic.twitter.com/O0myEtnmG8
— CNBC-TV18 (@CNBCTV18Live) August 9, 2025