জয়পুর, ২৮ জানুয়ারি: এটিএম মেশিন (ATM Machine) ভেঙে লুঠপাট চালাল একদল ডাকাত। ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) জয়পুরে। দুষ্কৃতিতে খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত অভিযুক্তদের শনাক্ত করা যায়নি। ঘটনাটি ঘটেছে রাজস্থানের আলওয়ার জেলার ভিওয়াড়িতে। ঘটনার ঘটার কিছুক্ষণের মধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। জানা গিয়েছে, আইআইসিআই ব্যাঙ্কের (ICICI) এটিএম মেশিনে ভাঙচুর চালিয়ে নগদ ৬ লাখ টাকা হাতিয়ে নেয়।
পুলিশ সূত্রে খবর, এটিএম মেশিনটি বেশ কিছুটা ক্ষতিগ্রস্থ হয়েছে। এছাড়া এটিএমের ভিতরে থাকা সিসিটিভি ক্যামেরাটিও ভাঙচুর করে দুষ্কৃতিরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে। কারা এবং কতজন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে, সেটি এখনও জানা যায়নি। তদন্ত চলছে।
Rajasthan: Unknown person(s) robbed an ATM machine, in Bhiwadi, last night
"Last night, the ICICI ATM was cut from the side & about Rs 6 lakhs were stolen. The number of people who're involved has still not been ascertained. An investigation is currently underway," says police pic.twitter.com/N3qKwCKTxz
— ANI (@ANI) January 28, 2021
ছবিটি দেখে বোঝা যাচ্ছে আইসিআইসিআই ব্যাঙ্ক এবং এইচডিএফসি ব্যাঙ্কের এটিএম পাশাপাশি রয়েছে। ঘটনাটি ঘটার কিছুক্ষণের মধ্যেই পুলিশে খবর দেওয়া হলে সমস্ত এলাকা ঘিরে ফেলে পুলিশ। কিন্তু এলাকা ছেড়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা।