তামিলনাড়ু (Tami Nadu) কুন্নুরে বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ায় সিডিএস বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। বায়ুসেনার তরফে ওই খবর জানানোর পর শোকের ছায়া নেমে আসে গোটা দেশ জুড়ে। বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিক্ষামন্ত্রী রাজনাথ সিংরা (Rajnath Singh)।
বিপিন রাওয়াতের ছবি দিয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাওয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী।
"I am deeply anguished by the helicopter crash in Tamil Nadu in which we have lost Gen Bipin Rawat, his wife and other personnel of the Armed Forces. They served India with utmost diligence. My thoughts are with the bereaved families, " tweets PM Modi pic.twitter.com/QidgyN3vdp
— ANI (@ANI) December 8, 2021
শোক বার্তায় অমিত শাহ বলেন, সিডিএস ছিলেন একজন নির্ভীক সেনা। যিনি সারা জীবন ধরে দেশের সেবা করেছেন।
HM Amit Shah extends condolences on the demise of CDS General Bipin Rawat and 12 others in IAF chopper crash
"CDS was one of the bravest soldiers, who has served the motherland with utmost devotion. His exemplary contributions & commitment can't be put into words," he says. pic.twitter.com/15BOugprwb
— ANI (@ANI) December 8, 2021
ভারতের চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
Defence Minister Rajnath Singh expresses anguish over the demise of first Chief of Defence Staff Bipin Rawat, his wife and 11 others in the IAF chopper crash, earlier today in Tamil Nadu pic.twitter.com/j2vNzz9CLp
— ANI (@ANI) December 8, 2021
রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শোক প্রকাশ করেন বিপিন রাওয়াতের মৃত্যুতে।
"The nation has lost one of its bravest sons," President Ram Nath Kovind extends condolences on the demise of CDS General Bipin Rawat. pic.twitter.com/Iyi6aov8Ry
— ANI (@ANI) December 8, 2021
বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।
Deeply shocked at tragic demise of CDS General Bipin Rawat and his wife.
We worked closely together in the last few years. It is a huge loss to the nation.
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) December 8, 2021
বিপিন রাওয়াতের মৃত্যুর পর ট্যুইট করে শোক প্রকাশ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।
Deepest condolences on the untimely passing of CDS Gen Bipin Rawat, his wife, Army officials who accompanied them and crew of the IAF helicopter involved in the unfortunate accident. Kerala joins the nation in sharing the grief of their near and dear ones. pic.twitter.com/fiD388xoxp
— Pinarayi Vijayan (@vijayanpinarayi) December 8, 2021