PM On Bipin Rawat Death (Photo Credit: Twitter/ANI)

তামিলনাড়ু (Tami Nadu) কুন্নুরে বায়ুসেনার হেলিকপ্টার ভেঙে পড়ায় সিডিএস বিপিন রাওয়াত (Bipin Rawat) সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। বায়ুসেনার তরফে ওই খবর জানানোর পর শোকের ছায়া নেমে আসে গোটা দেশ জুড়ে। বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), প্রতিক্ষামন্ত্রী রাজনাথ সিংরা (Rajnath Singh)।

বিপিন রাওয়াতের ছবি দিয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাওয়াতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ট্যুইট করেন প্রধানমন্ত্রী।

 

শোক বার্তায় অমিত শাহ বলেন, সিডিএস ছিলেন একজন নির্ভীক সেনা। যিনি সারা জীবন ধরে দেশের সেবা করেছেন।

ভারতের চিফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মৃত্যুতে শোকপ্রকাশ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

 

রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শোক প্রকাশ করেন বিপিন রাওয়াতের মৃত্যুতে।

 

বিপিন রাওয়াতের মৃত্যুতে শোক প্রকাশ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের।

 

বিপিন রাওয়াতের মৃত্যুর পর ট্যুইট করে শোক প্রকাশ করেন কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়ন।