Mehbooba Mufti (Photo Credit: ANI/Twitter)

বেঙ্গালুরু, ২১ মে: জম্মু-কাশ্মীর থেকে সংবিধানের ৩৭০ ধারা প্রত্যাহার করে নেয় কেন্দ্রের বিজেপি সরকার। যতদিন না ভূ স্বর্গে ৩৭০ ধারা ফিরছে, ততদিন তিনি নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানালেন পিডিপি প্রধান মেহবুবা মুফতি (Mehbooba Mufti)। বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি জানালেন, তিনি মনে করেন না জম্মু-কাশ্মীরের নিকট ভবিষ্যতে নির্বাচন হবে। তবে বিধানসভা নির্বাচন হলে তাঁর দল লড়লেও, তিনি ভোটে দাঁড়াবেন না। বিজেপি বিভাজন ও আগ্রাসী রাজনীতির বিরুদ্ধে দেশের সব বিরোধী দল এক হওয়া উচিত বলে তিনি জানালেন।

মোদী সরকারকে তোপ দেগে মুফতি বললেন, আগে জম্মু-কাশ্মীরের বিষয় নিয়ে পাকিস্তান হস্তক্ষেপ করার চেষ্টা করত। এখন সেখানে চিনও হস্তক্ষেপ করার সাহস দেখাচ্ছে।" আরও পড়ুন-নয়া সংসদ ভবন প্রধানমন্ত্রী মোদীর বদলে করুন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, দাবি জানালেন রাহুল গান্ধী

কাশ্মীরে জি-২০ সম্মেলন নিয়ে মেহেবুবা মুফতির অভিযোগ, এটা দেশের জন্য বড় ইভেন্ট। কিন্তু বিজেপি এটা নিজেদের স্বার্থের জন্য অপহরণ করেছে। জি-২০ সম্মেলনের প্রতীকে পদ্ম থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন মুফতি। কর্ণাটকে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী শিবকুমারের শপথ উপস্থিত থাকতে বেঙ্গালুরুতে আসেন মুফতি।

দেখুন ভিডিয়ো

একটা সময় বিজেপি-র সঙ্গে হাত মিলিয়ে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী হয়েছিলেন মুফতি। কিন্তু জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা প্রত্যাহারের সময় মেহবুবা মুফতিকে দীর্ঘদিন গৃহবন্দি করে রাখে কেন্দ্র। তা নিয়ে তিনি ব্যাপক ক্ষোভ দেখিয়েছেন।