দিল্লি, ৭ মার্চ: তাঁর বাবাকে হেনস্থা করা হচ্ছে। সিবিআই (CBI) জিজ্ঞাসাবাদ নিয়ে এবার এমনই অভিযোগ করলেন লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) কন্যা রোহিনী আচার্য।নিজের ট্যুইটার হ্যান্ডেলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন লালু কন্যা। রোহিনী আচার্য বলেন, তাঁর বাবার সঙ্গে যদি কিছু হয়ে যায়, তাহলে তিনি কাউকে রেয়াত করবেন না। জমির বিনিময়ে চাকরি মামলায় এমনই মন্তব্য করলেন রোহিনী আচার্য।
আরও পড়ুন: Lalu Prasad Yadav: সংক্রমণের আশঙ্কা, লালুকে জিজ্ঞাসাবাদের সময় সিবিআইকে মানতে হবে মেডিকেল প্রটোকল
রোহিনী বলেন, তাঁর বাবাকে ক্রমাগত হেনস্থা করা হচ্ছে। তাঁর বাবাকে এভাবে হেনস্থা করা একেবারেই উচিত নয়। বর্তমানে যা হচ্ছে, তা সব মনে রাখা হবে। যেভাবে তাঁর বাবাকে যেভাবে হেনস্থা করা হচ্ছে, তার সবটা মনে রাখা হবে বলে কার্যত সুর চড়ান রোহিনী আচার্য। এসবের পাশাপাশি তিনি আরও বলেন, তাঁর বাবার সঙ্গে কিছু যদি হয়, তাহলে তিনি দিল্লির চেয়ার নাড়িয়ে দেবেন।