Arvind Kejriwal (Photo Credit: ANI/X)

Arvind Kejriwal: মাস ছয়েক আগে দিল্লি বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাস্ত হয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি (Delhi)-তে খারাপভাবে হারের পর কেজরিওয়ালের রাজনৈতিক ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠেছে। কিন্তু ক দিন আগে পঞ্জাব ও গুজরাটে বিধানসভা উপনির্বাচনে দুটি কঠিন আসন ধরে রেখে দেশের রাজনীতিতে আবার কিছুটা প্রাসঙ্গিক হয়েছেন কেজরিওয়াল। কটা দিন নিজেকে গুঁটিয়ে রাখার পর এবার দিল্লিতে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন কেজরি। আপ প্রধান এদিন বললেন,"ভোটের আগেই একটা ভিডিও প্রকাশ করে বলেছিলাম, কিছুতেই বিজেপিকে ভোট দেওয়া উচিত হবে না, ভুল করেও না। কারণ ওদের চোখ আছে সাধারণ মানুষের জমিতে। ভোটের ভোট দিল আপনাদের বস্তি এক বছরের মধ্যেই ভেঙে দেবে। কিন্তু পাঁচ মাসের মধ্যেই বিজেপি সরকার দিল্লিকে ধ্বংস করতে শুরু করেছে। ওরা বুলডোজার চালিয়ে দিল্লিতে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। ৫০ ডিগ্রির কাছাকাছি গরমে ওরা গরিবের বস্তি ভাঙছে।

কেজরির তোপ

অসহায় হয়ে সেখানকার মানুষ তীব্র গরমে রাস্তায় এসে দাঁড়িয়েছে। গরিব মানুষ তাদের বস্তির কাছে কাজ করে। তাদের বস্তি ভেঙে দেওয়ায় জীবিকা নিয়েও প্রশ্ন। আসলে ওরা গরীবদের মেরে ফেলার সব ব্যবস্থা করছে।" কেজরিওয়াল এদিন পরিষ্কার করে দিয়েছেন, দিল্লির রেখা গুপ্ত-র সরকারের অন্য়ায়ের বিরুদ্ধে তিনি পথ নামবেন।

দিল্লিতে বিজেপি সরকারের বিরুদ্ধে তোপ কেজরিওয়ালের

আপের পাখির চোখ এখন ২০২৭ পঞ্জাব নির্বাচন

প্রাক্তন মুখ্যমন্ত্রী অতীশী, আপ নেতা সৌরভ ভরদ্বাজকে নিয়ে দলীয় সংগঠন নিয়ে কথা বলেন কেজরি। কেজরিওয়ালের পাখির চোখ এখন ২০২৭ পঞ্জাব বিধানসভা নির্বাচন ও দিল্লিতে দলীয় কর্মীদের মনোবল বাড়ানো। সুযোগ থাকলেও রাজ্যসভায় না গিয়ে দিল্লি, পঞ্জাব নিয়ে মনোনিবেশ করতে চান কেজরিওয়াল।