বারবার শিবির বদল করে রেকর্ড গড়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Bihar CM Nitish Kumar)। ইন্ডিয়া জোট ছেড়ে আবার এনডিএ-র হাত ধরে বিহারের কুর্সিতে বসেছেন নীতীশ। এখন অনেকেই তাঁকে পাল্টিবাজ বলে কটাক্ষ করেন। এবার বিহারে লোকসভা ভোটের প্রচারে জনসভায় এক মঞ্চে নরেন্দ্র মোদী (Narendra Modi) ও নীতীশ কুমার। একটা সময় মোদীকে এড়িয়ে চলতেন, ক মাস আগেও বিরোধীদের দরজায় দরজায় ঘুরে এক হয়ে মোদীকে হারানোর কথা বলতেন। কিন্তু এখন ফের ইউ টার্নে নীতীশ পদ্মাসনে।

বিহারের ঔরাঙ্গাবাদে এক সরকারী অনুষ্ঠানের মঞ্চে মোদীকে দেখে নীতীশ বললেন, "আপনি এর আগেও এখানে এসেছিলেন। কিন্তু তখন আমি উধাও হয়ে গিয়েছিলাম। কিন্তু দেখুন এবার আমি ফের আপনার সঙ্গে আছি। আমি কথা দিচ্ছি আমি আর এখানে ওখানে যাব না। আমি আপনার সঙ্গেই থাকব।" নীতীশের এই কথা শুনে সশব্দে হাসতে দেখা যায় মোদীকে। ঔরাঙ্গাবাদে বেশ কিছু সরকারী প্রকল্পের শিলন্যাসে এসেছেন প্রধানমন্ত্রী মোদী।

দেখুন ভিডিয়ো

এবার লোকসভা নির্বাচনে বিহারে নীতীশের দল জনতা দল ইউনাইটেড-কে খুব বেশী আসন ছাড়তে রাজি নয় বিজেপি। নীতীশ যে ভোটের পর পাল্টি খাবেন না তার গ্যারান্টি নেই।