
সামনেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে জোরকদমে ভোটপ্রচার শুরু করে দিয়েছে শাসক বিরোধী শিবিরের নেতানেত্রীরা। এই অবস্থায় বৃহস্পতিবার বিহারে কংগ্রেসের শিক্ষা ন্যায় সংবাদ কর্মসূচি ছিল। উপস্থিত ছিলেন খোদ রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেই কর্মসূচি ঘিরে তৈরি তুমুল বিশৃঙ্খলা। কার্যত পুলিশি বাধা উপেক্ষা করে পায়ে হেঁটে দলিত ছাত্রদের সঙ্গে দেখা্ করে কর্মসূচিতে যোগ দেন তিনি। এদিকে রাহুলের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে পুলিশ। যদিও সেই সমস্ত মামলা নিয়ে বিন্দুমাত্র চিন্তিত নন ওয়েনাড়ের সাংসদ।
কংগ্রেসের কর্মসূচি ঘিরে চরম বিশৃঙ্খলা
জানা যাচ্ছে, দ্বারভাঙার আম্বেদকর প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই কর্মসূচির। কিন্তু গত বুধবার জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় যে আম্বেদকর ভবনে অনুষ্ঠান করা যাবে না। তার বদলে টাউন হলে করার পরামর্শ দেওয়া হয়। সেই মতো টাউন হলে কংগ্রেস নেতাকর্মীরা জমায়েত করেন। এদিকে টাউন হলে যাওয়ার আগে আচমকাই কনভয়ের মোড় ঘুরিয়ে দিয়ে আম্বেদকর ভবনের দিকে যেতে থাকে রাহুলের গাড়ি। তারপরেই পুলিশি বাধার সম্মুখীন হন কংগ্রেস সাংসদ।
পায়ে হেঁটে সভাস্থলে যান রাহুল গান্ধী
এদিকে রাহুলের দাবি, তিনি আম্বেদকরের গলায় মালা পড়িয়ে টাউন হলে যেতেন। কিন্তু পুলিশি বাধার পর তিনি পায়ে হেঁটেই টাউন হলে যান। সেখানে গিয়ে জাতি গণনা নিয়ে বক্তৃতা দেন তিনি। সভা করে বেরোনোর পর তিনি বলেন, “আমার বিরুদ্ধে ৩০-৩২টি মামলা রয়েছে, এগুলি আমার মেডেলের সমান”।