Pradyot Kishore Manikya Debbarma. (Photo Credits: Twitter)

আগরতলা, ৪ জুলাই: ধুমকুতের গতিতে উত্থান। তারপর নেভার ঘোষণা। গত বছর ত্রিপুরা বিধানসভা নির্বাচনে একাই খেলা ঘুরিয়ে দিয়েছিলেন তিপ্রা মোথা পার্টির প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা (Pradyot Kishore Manikya Debbarma)। এবার তিনি রাজনীতি ছাড়ছেন বলে ঘোষণা করলেন। তিপ্রা মোথা পার্টির প্রধান প্রদ্যোৎ দেববর্মা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তায় জানিয়ে দিলেন, " আমি আর রাজনীতিতে থাকতে চাই না। আমি মানুষদের কিছু দিতে চেয়েছিলাম। আমি চেষ্টা করেছি মানুষকে কিছু দেওয়া। এখন সিদ্ধান্ত নিলাম রাজনীতি ছাড়ার।"

ত্রিপুরার রাজপরিবারের সন্তান গত বছর রাজ্যের বিধানসভা নির্বাচনের প্রচারে ঝড় তুলে হয়ে উঠেছিলেন প্রদ্যোৎ। সিপিএম, কংগ্রেসকে সরিয়ে তিনিই হয়ে উঠেছিলেন বিজেপি বিরোধী মুখ। রাজ্যের ৪২টি আসনে দাঁড়িয়ে ১৩টি-তে জিতে খেলা ঘুরে দিয়েছিলেন 'ত্রিপুরার রাজা'। বিজেপির ক্ষমতায় ফেরার পিছনে প্রদ্যোৎ-এর তিপ্রা মোথার ঘুরিয়ে অবদান ছিল। তিপ্রা মোথা বিরোধী ভোট ভাগ করায় বেশ কিছু আসনে জিতে গিয়েছিল বিজেপি।

দেখুন প্রদ্যোৎ দেববর্মার ভিডিয়ো বার্তা

গত বছর বিধানসবা নির্বাচনে ৬০টি-র মধ্যে ৩২টি আসনে জিতে বিজেপি ত্রিপুরায় ক্ষমতায় ফেরার পর প্রদ্যোৎ গেরুয়া শিবিরেই সমর্থন করেছিলেন। অথচ বাম-কংগ্রেসের সমর্থনে ত্রিপুরার রাজা সিংহাসনের কাছাকাছি যেতে পারতেন। সিপিএম, কংগ্রেসের অভিযোগ বিরোধী ভোট ভাগ করতেই প্রদ্যোৎ দেববর্মাকে ভোটের ময়দানে নামিয়ে ক্ষমতায় ফেরার ছক কষেছিল। সেই পরিকল্পনা সফল হওয়ার পর প্রদ্যোৎ রাজনীতি ছাড়লেন।