আরো একবার দেশের কুস্তিগীরদের প্রতিবাদ জোরালো হচ্ছে। কুস্তি ফেডারেশনের নির্বাচনে যৌন হেনস্থা কাণ্ডে অভিযুক্ত বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ সিনের ঘনিষ্ঠ ব্যক্তি সঞ্জয় সিং সভাপতি নিযুক্ত হওয়ার প্রতিবাদে এবার দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান 'খেলরত্ন' ও অর্জুন পুরস্কার ফেরাচ্ছেন তারকা কুস্তিগীর ভিনেশ ফোগাত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে পুরস্কার গুলি তার কাছে ফেরত দেওয়ার কথা ঘোষণা করেন কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে সোনা জয়ী দেশের প্রথম মহিলা কুস্তিগীর। এর আগে একই কারণে পদ্মশ্রী পুরস্কার ফেরান অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া। রিও অলিম্পিকে পদকজয়ী প্রতিবাদে খেলা ছাড়ার কথা ঘোষণা করেন।
২০২০ সালে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার সম্মান পান দঙ্গল গার্ল ভেনেশোঘাত। তার চার বছর আগে অর্জুন পুরস্কার জিতেছিলেন। টানা তিনটে কমনওয়েলথ গেমসে সোনাজয়ী ভিনেশ দেশের কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপি সংসদ ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ করেছেন।
দেখুন খবরটি
I am returning my Khel Ratna and Arjuna award: Vinesh Phogat in her letter to Prime minister Narendra Modi
— Press Trust of India (@PTI_News) December 26, 2023
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখা চিঠিতে তারকা কুস্তিগীর ভিনিস প্রভাত সরাসরি লেখেন, আমার খেলায় যা চলছে তারপর প্রতিবাদ জানিয়ে খেলরত্ন ও অর্জুন পুরস্কার ফিরিয়ে দিচ্ছি।
প্রসঙ্গত, ব্রিজভূষণ সিংহের ঘনিষ্ঠ ভারতীয় কুস্তি সংস্থার সভাপতি সঞ্জয় সিং সহ নব নির্বাচিত পদাধিকারীদের সাসপেন্ড করেছে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক। কুস্তি কে নিয়ে চলা নয়া বিতর্কের মাঝে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত সাহার সঙ্গে দেখা করেছেন ব্রিজভূষণ সিং।