Brij Bhushan Singh. (Photo Credits: ANI)

নতুন দিল্লি , ২৯ এপ্রিল: তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মত বিস্ফোরক অভিযোগ থাকলেও শুরুতে কুস্তিগিরদের আন্দোলনেকে পাত্তাই দিচ্ছিলেন না। নিজের মেজাজেই ছিলেন কুস্তি ফেডারেশনের প্রাক্তন সভাপতি তথা বিজেপির দাপুটে সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং। সাক্ষীদের আন্দোলনের চাপে ব্রিজ ভূষণের বিরুদ্ধে দুটি এফআইআর দায়ের করছে দিল্লি পুলিশ। তার মধ্যে এফআইআর (FIR)পসকো (POSCO)আইনে করা।

অনেকেই মনে করছেন, জেলে যাওয়া সময়ের অপেক্ষা ব্রিজ ভূষণের। এমন সময় নিজেকে নির্দোষ বলে দাবি করলেন বিজেপির কাইসেরগঞ্জের সাংসদ তথা কুস্তি কর্তা। বিজেপির কুস্তি নেতা বললেন, " আমি নির্দোষ এবং তদন্তের মুখোমুখি হতে প্রস্তুত। আমি তদন্তকারী সংস্থার সঙ্গে সবরকম সহযোগিতা করব। বিচারব্যবস্থার ওপর সম্পূর্ণ আস্থা আছে। সুপ্রিম কোর্টের আদেশের ওপর আমি শ্রদ্ধাশীল।"

দেখুন টুইট

দিল্লির যন্তরমন্তরে সাক্ষীদের ধর্ণা মঞ্চে উপস্থিত হলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বঢরা। এই নিয়ে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী বললেন, " আমার প্রধানমন্ত্রীকে নিয়ে কোনও আশা নেই, কারণ যদি তিনি সত্যি কুস্তিগিরদের নিয়ে চিন্তা করতেন প্রধানমন্ত্রী, তাহলে কেন তিনি ধর্ণা মঞ্চে গিয়ে ওদের সঙ্গে কথা বলে এলেন না। সরকার কেন ব্রিজভূষণ সিংকে বাঁচানোর এত চেষ্টা করছে?"