হায়দরাবাদ: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আজ থেকে অনেক দিনে আগে একলা চলার পক্ষে সওয়াল করে আস্ত একটা গানই লিখে ফেলেছিলেন। তারপর থেকে বহু মানুষই সেই কালজয়ী গান থেকে অনুপ্রেরণা পেয়ে একা একা ভ্রমণে বেরিয়ে পড়েন পাহাড়, জঙ্গল ও সমুদ্রে। দলবদ্ধ হয়ে ভ্রমণ যেন ভালোই লাগে না তাঁদের। বিভিন্ন প্রতিকূলতাকে দূরে ঠেলে একা ঘুরে বেড়িয়ে মাঝে মাঝে অনেকে তৈরি করেন নতুন নজিরও।
তেমনই একটা ঘটনা ঘটিয়েছেন তেলাঙ্গানার (Telangana) হায়দরাবাদের (Hyderabad) বাসিন্দা প্রসন্ন কুমার নামে বিশেষ চাহিদাসম্পন্ন (Specially-able Youth) এক যুবক। তাঁর একটি পা হাঁটুর নিচে থেকে না থাকলেও অদ্যম ইচ্ছাশক্তির বলে বলীয়ান হয়ে নকল পায়ের সাহায্যেই মাত্র সাড়ে ৪ দিনে সোলো বাইক রাইডিং (solo bike ride) করে কন্যাকুমারী (Kanyakumari) থেকে কাশ্মীর (Kashmir), ভ্রমণ করে ফেলেছেন প্রায় ৩৭০০ কিলোমিটার। যে ঘটনার কথা প্রকাশ্যে আসার পর তাঁর প্রশংসায় মুখর হয়েছেন সবাই।
দেখুন ভিডিয়ো:
#WATCH | Telangana: Specially abled man from Hyderabad, Prasanna Kumar went on a solo bike ride from Kanyakumari to Kashmir completing around 3,700 km in four days. pic.twitter.com/xREzCzcouV
— ANI (@ANI) May 14, 2023
এপ্রসঙ্গে পরিবারের সদস্যদের পাশে বসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রসন্ন কুমার বলেন,"কন্যাকুমারী থেকে কাশ্মীর বাইক নিয়ে যাওয়া সবার কাছেই একটা স্বপ্ন। তাই আমি একা ভ্রমণ করার সিদ্ধান্ত নিই এটা প্রমাণ করার জন্য যে মানুষই আসল ব্যাপার বাইক নয়। সিদ্ধান্ত নেওয়ার পরেই আমি যাঁরা এই রাস্তায় বাইক নিয়ে ঘুরেছেন তাঁদের সঙ্গে যোগাযোগ করি। প্রাথমিকভাবে পরিকল্পনা করার সময় আমি চিন্তাই করতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি এটা শেষ করতে পারব। আমি শুরু পরিকল্পনা নিয়ে ছিলাম নিজের গতিতে চলার। কিন্তু, যখন ভ্রমণটি শেষ হয় তখন দেখি আমি কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত প্রায় ৩৭০০ কিলোমিটার রাস্তা সাড়ে চার দিনে শেষ করেছি।" আরও পড়ুন: Praveen Sood CBI Director: সিবিআইয়ের দায়িত্বে কর্ণাটকের ডিজিপি প্রবীণ সুদ
দেখুন ভিডিয়ো:
#WATCH | "Bike ride from Kanyakumari to Kashmir is a dream for everyone. So, I decided to do a solo ride and prove that the person matters not the bike. I contacted people who have completed this feat earlier. In the initial planning, I did not think that I had to finish it… pic.twitter.com/lIS4jfZxHx
— ANI (@ANI) May 14, 2023