নয়াদিল্লিঃ এবার নিজের স্বামীকেই (Husband) অপহরণের (Kidnap) দায়ের গ্রেফতার মহিলা। মূলত সম্পত্তির লোভেই এই কাণ্ড বলে দাবি। এই ঘটনায় ওই মহিলা-সহ ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের কাছ থেকে মোট তিনটি গাড়ি, দু'টি মোটরসাইকেল ও বেশকিছু মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, এই ঘটনার মূল অভিযুক্তের নাম মাধবীলতা। স্বামী মন্ত্রী শ্যামকে অপহরণের ছক কষেন মাধবীলতা। অক্টোবরের শেষ থেকেই আচমকা নিখোঁজ হয়ে যান মন্ত্রী শ্যাম নামে ওই ব্যক্তি। গত ২৯ অক্টোবর তাঁর নামে থানায় নিখোঁজ ডায়েরি করেন ফতিমা নামে এক মহিলা। এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। এরপর হায়দরাবাদের বাঞ্জারা হিলস এলাকা থেকে খুঁজে পাওয়া যায় শ্যামকে।
সম্পত্তির লোভে শেষমেশ স্বামীকে অপহরণ স্ত্রীর
পুলিশকে তিনি জানান, গত ৩১ অক্টোবর অপহরণকারীদের ডেরা থেকে কোনওরকমে পালিয়ে আসেন তিনি। এই গোটা ঘটনার পিছনে তাঁর স্ত্রী মাধবীলতার হাত রয়েছে বলেই স্পষ্ট দাবি করেন শ্যাম। এই গোটা ঘটনার জন্য ভি ভি দু্র্গা বিনয় ও আরও কয়েকজনকে নিয়োগ করেন মাধবীলতা। তাঁদের মোটা টাকা দেওয়ার বিনিময়ে এই কাজ করান মাধবীলতা। অভিযোগ,শ্যামকয়ে প্রথমে গাড়িতে চাপিয়ে বিজয়ওয়াড়া নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে বাঞ্জারা হিলসে নিয়ে আসা হয়। তবে মুক্তিপণ চাওয়ার আগেই সেখান থেকে পালান শ্যাম। পুলিশের অনুমান, সম্পত্তির লোভেই এই ঘটনা ঘটিয়েছেন স্ত্রী মাধবীলতা। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ।
মুক্তিপণের লোভে স্বামীকে অপহরণের ছক স্ত্রীর
Hyderabad Woman Kidnaps Husband, Demands 1 Crore. She Planned To Kill Him https://t.co/mVxwaVUk1n pic.twitter.com/64QObSMw2L
— NDTV (@ndtv) November 4, 2025