হায়দরাবাদ, ১১ নভেম্বরঃ মেয়েকে বিদেশে পড়তে পাঠিয়ে বিপাকে পড়লেন বাবা। মেয়ের প্রাক্তন প্রেমিকের হাতে গুলি খেয়ে জখম রেভান্ত আনন্দ। বছর পঁচিশের মেয়ে মানভিতার সম্পর্ক ছিল তাঁরই এক পুরনো সহপাঠী বলবিন্দর সিংয়ের সঙ্গে। তবে সেই সম্পর্ক ভেঙে যাওয়ায় মেয়েকে আমেরিকায় পড়তে পাঠিয়ে দেন আনন্দ। তবে তরুণীকে বিদেশে পড়তে পাঠানোর সিদ্ধান্ত মেনে নিতে পারেননি তাঁর প্রাক্তন প্রেমিক বলবিন্দর। সেখান থেকেই রোষের সঞ্চার।
রবিবার হায়দরাবাদের ভেঙ্কটেশ্বর কলোনিতে তরুণীর বাড়িতে যান বলবিন্দর। কেন মেয়েকে বিদেশে পড়তে পাঠালেন আনন্দ? সেই প্রশ্নের উত্তর জানতেই এসেছিলেন তিনি। সঙ্গে এনেছিলেন একটি বন্দুক। তবে আগ্নেয়াস্ত্র নয়, 'এয়ার গান' (Air Gun)। দুজনের মধ্যে কথাবার্তা ধীরে ধীরে গরম হতে থাকে। পারদ চড়তে থাকে দুজনেরই। এমন সময়েই এয়ার গান থেকে গুলি চালিয়ে দেন বলবিন্দর। সেই গুলি গিয়ে সোজা লাগে আনন্দের ডান চোখে। গুলিতে গুরুতর জখম নন তিনি। পরিস্থিতি বেগতিক বুঝে বাড়ি থেকে বেরিয়ে চম্পট দেন বলবিন্দর। আনন্দের গাড়ির কাঁচও ভাঙচুর করেন তিনি।
এয়ার গান হাতে প্রাক্তন প্রেমিকার বাড়িতে আসা-যাওয়ার সিসিটিভি ফুটেজ...
ఎయిర్ గన్ తో కాల్పులు.. కంటిలోకి దూసుకెళ్లిన బుల్లెట్..
సరూర్ నగర్ పోలీస్ స్టేషన్ పరిధిలోని వెంకటేశ్వరా కాలనీలో మన్వీత అనే యువతిని ప్రేమించిన బల్విందర్ సింగ్.
విషయం తెలియడంతో మన్వీతను విదేశాలకు పంపించేసిన తండ్రి రేవంత్ ఆనంద్.
రేవంత్ ఆనంద్ ఇంటికొచ్చి గొడవపడ్డ బల్విందర్… pic.twitter.com/IqO0FEL5bO
— ChotaNews (@ChotaNewsTelugu) November 10, 2024
এরপরেই পুলিশের দারস্ত হন ৫৭ বছরের রেভান্ত আনন্দ। মেয়ের প্রাক্তন প্রেমিক বলবিন্দরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন তিনি। তাঁর উপর হামলার পাশাপাশি অভিযোগে এও জানান, বলবিন্দর তাঁর মেয়েকে প্রেমের অছিলায় নানাভাবে উত্ত্যক্ত করতেন। বাড়ির বাইরের রাস্তায় লাগানো সিসিটিভি ক্যামেরায় আনন্দের বাড়িতে বলবিন্দরের 'এয়ার গান' হাতে প্রবেশ করা, গাড়ির কাছ ভাঙচুর করা, বাড়ি থেকে ছুটে বেরিয়ে যাওয়া সমস্তটাই রেকর্ড হয়েছে। অভিযুক্ত বলবিন্দরকে ইতিমধ্যেই গ্রেফতার করেছে হায়দরাবাদ পুলিশ।