অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন নিয়ে দেশবাসীর একাংশের উন্মাদনা তুঙ্গে। অযোধ্যায় রামলাল্লার জন্য ১২৬৫ কেজির লাড্ডু নিয়ে হাজির হলেন হায়দরাবাদের নাগাভূষণ রেড্ডি। কাঁচের খাঁচায় বন্দি হয়ে সড়ক পথে অযোধ্যারকেশবপুরমে এল এই লাড্ডু। শ্রী রাম মন্দির ট্রাস্ট নাগাভূষণকে তাঁর সুবিশাল লাড্ডু নিয়ে রবিবার সকাল ১০টা-র মধ্যে মন্দিরে আসতে বলেছে।
তিন দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে তৈরি তিনি নিজেই এই লাড্ডুটি তৈরি করেছেন। শ্রী রাম ক্যাটারিং সার্ভিসের নাগাভূষণ রেড্ডি। এমনভাবে তৈরি করা হয়েছে যাতে লাড্ডুটি এক মাস খারাপ হবে না।
দেখুন খবরটি
#WATCH | 1265 kg laddoo prasad reaches Ayodhya’s Karsevakpuram from Hyderabad
N Nagabhushanam Reddy of Sri Ram Catering Services, who prepared these laddoos says, "...God has blessed my business and my family. I had pledged to prepare 1kg laddoo for each day till I am alive…” pic.twitter.com/7Wfd2pAlIa
— The Times Of India (@timesofindia) January 20, 2024
কিন্তু লাড্ডুটির ওজন কেন ১২৬৫ কেজি? নরভূষণ জানিয়েছেন, অযোধ্যায় রাম মন্দিরের ভিত্তিপ্রস্থর স্থাপন থেকে উদ্বোধন করতে লাগছে ১২৬৫ দিন। তাই প্রতীকী ১২৬৫ সংখ্যাটাই লাড্ডুর ওজনের মাপ হিসেবে ব্যবহার করেছেন তিনি।