নয়াদিল্লিঃ স্কুলের(School) গেট(Gate) চাপ পড়ে মৃত্যু ৬ বছরের শিশুর। এই ঘটনাকে ঘিরে উত্তাল হায়দরাবাদের(Hyderabad) হায়াথনগর। সোমবার ঘটনাটি ঘটেছে হায়দরাবাদের হায়াথনগর(Hayathnagar) জেলা পরিষদ স্কুলে। এদিন স্কুলের গেটের সামনেই খেলছিল প্রথম শ্রেণীর ওই ছাত্র। আচমকাই শিশুটির গায়ে ভেঙে পড়ে স্কুলের লোহার গেট। মাথায় গুরুতর আঘাত লাগে তার। এরপর তাকে নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে অন্য আর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। তবে শেষ রক্ষা হয়নি। মঙ্গলবার হাসপাতালেই মৃত্যু হয় ৬ বছরের ওই শিশুর। এই ঘটনায় স্কুল কর্তৃপক্ষকে দায়ী করছে শিশুর পরিবার। স্কুলের সামনে মঞ্চ বেঁধে চলছে বিক্ষোভ। শোনা যাচ্ছে, স্কুল কর্তৃপক্ষের কাছে ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি জানিয়েছে নিহত শিশুর পরিবার। এই ঘটনায় স্কুলের প্রিন্সিপালকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে মৃত শিশুর পরিবার। গোটা ঘটনার তদন্ত চলছে।
স্কুলের মধ্যে ভেঙে পড়ল লোহার গেট, মৃত্যু ৬ বছরের শিশুর
Hyderabad Boy, 6, Dies After School Gate Falls On Him https://t.co/GvbxIRLOhd pic.twitter.com/Bw7ug2DZDu
— NDTV (@ndtv) November 5, 2024