Mirwaiz Umar Farooq (Photo Credit: ANI/Twitter)

গৃহবন্দি অবস্থা থেকে ছাড়া পেলেন জম্মু কাশ্মীরের বিচিছিন্নতবাদী নেতা মীরওয়াইজ ওমর ফারুক। ৪ বছর পর গৃহবন্দি থাকার পর অবশেষে তাঁকে ছাড়ে জম্মু কাশ্মীর সরকার। ২০১৯ সালে গৃহবন্দি করা হয় জম্মু কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী মীরওয়াইজ ওমর ফারুককে। টানা ৪ বছর ঘরে বন্দি থাকার পর ছাড়া পেয়ে, শ্রীনগরের জামিয়া মসজিদে হাজির হন মীরওয়াইজ ওমর ফারুক।

 

হুরিয়ত নেতা মীরওয়াইজ ওমর ফারুক গৃহবন্দি থেকে মুক্তি পাওয়ার পর সংবাদমাধ্যমের সামনে মুখ খোলেন ন্যাশনাল কনফারেন্স নেতা ওমর আবদুল্লা। তিনি বলেন,মীরওয়াইজ ওমর ফারুকের মুক্তির অর্থ পরিস্থিতি খুব একটা খারাপ নয়। সামাজিক কর্তব্যগুলি এবার মীরওয়ইজ ওমর ফারুক পুরোপুরি করতে পারবেন বলে আশা প্রকাশ করেন জম্মু কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী।