Hurricane Melissa: একে ঘূর্ণিঝড়ে রক্ষা নেই, তার ওপর আবার হারিকেন দোসর। অন্দ্র প্রদেশ ও ওডিশা উপকূলে ধেয়ে আসছে 'ঘূর্ণিঝড় মন্থা'(Cyclone Montha)। আগামিকাল, মঙ্গলবার সন্ধ্যায় অন্ধ্রের কাঁকিনাড়া উপকূলে ঘণ্টায় ১১০ কিলোমিটার বেগে আছড়ে পড়তে পারে মন্থা। এই আশঙ্কায় বাতিল করা হচ্ছে একের পর এক ট্রেন, ওডিশায় ৮টি জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা, অনেক মানুষদের সরিয়ে দেওয়া হয়েছে নিরাপদ স্থানে। ঘূর্ণিঝড় মন্থার মোকাবিলায় আদাজল খেয়ে নেমেছে প্রশাসন। ভারতে ঘূর্ণিঝড় মন্থা-কে নিয়ে আশঙ্কার মাঝে দুনিয়ার অপর প্রান্তে 'হারিকেন মেলিসা'-কে নিয়ে চলছে আতঙ্ক। বছরের অন্যতম বড় হারিকেন আছড়ে পড়তে চলেছে ক্য়ারিবিয়ান দ্বীপপুঞ্জ, কিউবা ও বাহামাসে।
গত ৩৭ বছরে এত বড় ঝড় দেখেনি জামাইকা
ক্যাটাগারি ৫ বা পঞ্চম পর্যায়ের এই হারিকেন ১৬০ মাইল বা প্রায় ২৫৭ কিলোমিটার বেগে আছড়ে পড়বে জামাইকায়। আর এই হারিকেনের আঘাতে তছনছ হয়ে যেতে পারে উসেইন বোল্টের দেশ। গত ৩৭ বছরে এত বড় ঝড় জামাইকায় হয়নি। জামাইকা এখন সম্ভাব্য ভয়াবহ ধ্বংসের মুখে, কারণ ঘণ্টায় ১৬০ মাইল বেগের বাতাস নিয়ে মেলিসা দেশটির ইতিহাসে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়ে পরিণত হতে পারে, ১৯৮৮ সালের হারিকেন গিলবার্টকেও ছাড়িয়ে যেতে পারে।
দেখুন খবরটি
The strongest hurricane on record to make landfall over Jamaica was Hurricane Gilbert in 1988, a Category 4 hurricane, with sustained winds of 130 mph.
As of Monday morning, Melissa was classified as a Category 5 storm with sustained winds of 160 mph. https://t.co/RCM4Nem1D8 pic.twitter.com/koEd2ALUCm
— ABC News (@ABC) October 27, 2025
রেকর্ড বৃষ্টি, বন্য়া, ভূমিধসের আশঙ্কা
ন্যাশনাল হারিকেন সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, জামাইকার কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে সর্বোচ্চ ৪০ ইঞ্চি পর্যন্ত, যা জামাইকা ও দক্ষিণ হিস্পানিওলাতে বিপর্যয়কর বন্যা ও ভূমিধসের আশঙ্কা বাড়িয়েছে। ১৯৮৮ সালের ক্যাটাগরি ৪ হারিকেন গিলবার্টে জামাইকায় ১৯ ফুট উঁচু জলোচ্ছ্বাস ও ৩২.৪ ইঞ্চি বৃষ্টিপাত হয়েছিল, যাতে অন্তত ৪৫ জনের প্রাণহানি ঘটে। সর্বশেষ ন্যাশনাল হারিকেন সেন্টার (NHC)-এর পূর্বাভাস অনুযায়ী, মেলিসা মঙ্গলবার রাতের মধ্যে কিউবার দিকে এগিয়ে যাবে এবং বুধবারের মধ্যে বাহামাসে প্রভাব ফেলতে পারে। পূর্ব কিউবায় মেলিসার প্রভাবে বৃষ্টিপাতের পরিমাণ ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।