Anit-Naxal operation in Chhattisgarh: ছত্তিশগড়ে নকশাল এলাকায় চলছে তল্লাশি অভিযান! উদ্ধার বিপুল পরিমাণের অস্ত্র

লোকসভা ভোটের দিনকয়েক আগে ছত্তিশগড়ে (Chhattisgarh) নকশাল দমন অভিযান শুরু করেছে বিএসএফ এবং ডিআরজি। গত মঙ্গলবারের এনকাউন্টারে কাঙ্কের জেলার ছোটবেঠিয়া থানা এলাকায় জঙ্গলে এনকাউন্টারে নিকেশ হয়েছিল কমপক্ষে ১৯ জন মাওবাদী। বুধবারও এই এলাকায় তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী।

এই তল্লাশি অভিযানে উদ্ধার হয়েছে একাধিক অস্ত্র। যার মধ্যে রয়েছে একডজনের মতো একে ৪৭ সহ একাধিক বন্দুক, কার্তুজ, বোমা, বারুদ, অস্ত্র বানানোর সরঞ্জাম। বিএসএফের তরফ থেকে জানানো হয়েছে ছত্তিশগড়কে মাওবাদীমুক্ত করতে এই ধরণের অভিযান আগামী দিনে আরও বেশি পরিমাণে হবে।

বিএসএফের এক আধিকারিক বলেন, "স্থানীয় পুলিশের সঙ্গে মিলে আমরা কাজ করছি। আমাদের যে অভিযান করা হয়েছে। সেটি খুব ভালোভাবে সফল হয়েছে। তল্লাশি অভিযান এখনও চলছে। আমরা আগামীদিনেও এভাবেই কাজ করব। আমাদের বাহিনীর যে সদস্য গতকাল আহত হয়েছিলেন, সে এখন সুস্থ রয়েছে"।