মৃতদেহের চোখ খুবলে খাচ্ছে পিঁপড়ে! বরখাস্ত হাসপাতালের পাঁচ চিকিৎসক
Dead Body (Photo Credits: Flickr)

ভোপাল, ১৬ অক্টোবর: অবিশ্বাস্য! হাসপাতালে (Hospital) রাখা রয়েছে মৃতদেহ (Dead Body)। যার শরীর জুড়ে কিলবিল করে বেড়াচ্ছে পিঁপড়ে (Ant)। এমনকী চোখের ভিতরেও ঢুকে পড়ছে তাঁরা। অথচ ঘণ্টার পর ঘণ্টা ধরে পড়ে থাকা মৃতদেহের দিকে খেয়ালই নেই কারও। সম্প্রতি মধ্যপ্রদেশের শিবপুর জেলা হাসপাতালের (Madhya Pradesh Shivpur Zila Hospital) ঘটেছে এমনই এক ঘটনা। সরকারি হাসপাতালের এমন দৃশ্য বিতর্কের ঝড় তুলেছে দেশ (India) জুড়ে। খবর পাওয়া মাত্রই আজ বুধবার মুখ্যমন্ত্রী কমল নাথ (CM Kamal Nath) গোটা বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এমনকী ইতিমধ্যেই এই ঘটনায় বরখাস্ত করা হয়েছে এক সার্জেন সহ পাঁচ চিকিৎসককে (Doctor)।

চিকিৎসাক্ষেত্রে গাফিলতির খবর নতুন নয়। পিঁপড়ে ধরা সেই মৃতদেহের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় (Social Site)। তারপর থেকেই মধ্যপ্রদেশের এই ঘটনা নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, মৃতদেহটি ৫০ বছর বয়সি বালাচন্দ্র লোধির (Balachandra Lodhi)। গতকাল অর্থাৎ মঙ্গলবারই মারা যান তিনি। তারপর থেকেই মেডিক্যাল ওয়ার্ডে (Medical Ward) পড়ে রয়েছে ওই ব্যক্তির দেহ। স্বাভাবিকভাবেই এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। টুইট করে তিনি লিখেছেন, “শিবপুরের জেলা হাসপাতালে মৃত রোগীর শরীরে ঘুরে বেড়াচ্ছে পিঁপড়ে। এই ঘটনা অত্যন্ত নিন্দনীয়। এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।” আরও পড়ুন: চলতি অর্থবর্ষে একটিও ২০০০ টাকার নোট ছাপা হয়নি, RTI-র জবাবে জানাল RBI

যক্ষা রোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার সকালেই হাসপাতালে ভরতি হয়েছিলেন বালাচন্দ্র। ভরতি হওয়ার ঘণ্টা পাঁচেকের মধ্যেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ওই ওয়ার্ডের অন্যান্যরা মৃতদেহটি নিয়ে যাওয়ার কথা বললেও হাসপাতালের কর্মীরা তাতে কর্ণপাত করেননি বলেই অভিযোগ উঠেছে। ফলে সেখানেই পড়ে থাকে বালাচন্দ্রের দেহ। এমনকী এদিন সকাল ১০টা নাগাদও এক চিকিৎসক ওই ওয়ার্ডে এসে বাকি রোগীদের দেখে যান বলেও জানা গিয়েছে। কিন্তু মৃতদেহ সরানো নিয়ে কোনও উদ্যোগ নেওয়া হয়নি। কেন হয়নি, তা নিয়েই উঠেছে প্রশ্ন।