নয়াদিল্লিঃ যতদিন যাচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার ঘটনা(Cyber Crime)। বিভিন্নভাবে টার্গেট করা হচ্ছে সাধারণ মানুষকে। নানা কারচুপির মাধ্যমে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের(Bank Account)সমস্ত টাকা। চারিদিকে নানা ধরনের ফাঁদ পেতে রেখেছে প্রতারকরা। যার মধ্যে অন্যতম হল ফোন। বেশ কিছু ধরনের ফোন নম্বর রয়েছে। বিশেষ করে +৬৭০ এবং +৬৭ নম্বর থেকে ফোন আসছে। এগুলি কিন্তু আর্মেনিয়া কিংবা টিমর লেস্টের নম্বর নয়। এগুলো প্রতারকদের নম্বর। এই সব নম্বর থেকে ফোন করে নিজেকে টেলিফোন রেগুলেটরি অথোরিটি অব ইন্ডিয়ার প্রতিনিধি হিসেবে পরিচয় দিচ্ছে প্রতারকেরা। এরপর ভয় দেখানোর জন্য মানুষকে বলা হচ্ছে, তাঁদের নম্বর অনৈতিক কাজে ব্যবহার করা হয়েছে। তাই পরিষেবা বন্ধ হতে চলেছে। পরিষেবা চালু রাখতে ১ বআ ২ প্রেস করুন। আর তা করা মাত্রই ফোনের সমস্ত নথি চলে যাচ্ছে প্রতারকদের হাতে। আর এরপরই গায়েব হয়ে যাচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা।
কোন কোন নম্বর থেকে ফোন আসলে ধরবেন না?
Is there any phone number in India which hasn’t got a scamster calling you to threaten your phone will be blocked as it has been used in some dark web scam or your fedex parcel has drugs in it or we will block your number if you don’t pay us in 2 hours ?
It is a massive… pic.twitter.com/eQpHnY4S7H
— Swathi Bellam (@BellamSwathi) December 9, 2024