CBSE Class X Result 2021 Announced: CBSE-র দশম শ্রেণির ফল ঘোষণা,  SMS, DigiLocker, UMANG App, ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে জানবেন?দেখে নিন এক ঝলকে
প্রতীকী ছবি (Photo Credits: PTI)

নতুন দিল্লি, ৩ আগস্ট: অফিশিয়াল ওয়েবসাইটে দশম শ্রেণির ফল প্রকাশ করল CBSE৷ সংশ্লিষ্ট বোর্ডের দশম শ্রেণির পড়ুয়ারা এই ওয়েবসাইটে cbseresults.nic.in এখন ফল জানতে পারবেন৷ এছাড়াও শ্রেণির ফল জানতে সিবিএসই পড়ুয়ারা লগ ইন করতে পারেন cbse.gov.in এবং cbse.nic.in এ৷ মনে রাখতে হবে যে অতিমারী করোনার কারণে এবার দশম শ্রেণির পরীক্ষা হয়নি৷ বোর্ডের ওয়েবসাইটে ট্রাফিক এড়াতে CBSE দশম শ্রেণির ফলাফল জানানোর জন্য DigiLocker এবং UMANG-এর সুবিধা রেখেছে৷ SMS- এর মাধ্যমে স্কোর কার্ড জানতে পারেন পড়ুয়ারা৷ ফল জানতে IVRS পরিষেবার সাহায্য নেওয়া যাবে৷ সেখানে ল্যান্ডলাইন নম্বরে ফোন করে জানা যাবে দশম শ্রেণির ফল৷

DigiLocker এবং UMANG থেকে দশম শ্রেণির ফল জানতে কপিটি শেষ পর্যন্ত পড়ুন তাহলে পরবর্তী পর্যায়গুলি জানতে পারবেন৷

কীভাবে জানবেন CBSE Class 10th Result 2021 Online

  • অফিশিয়াল সাইটগুলি ভিসিট করুন nic.in, cbse.gov.in, cbse.nic.in
  • CBSE 10th Result 2021- লিঙ্কে ক্লিক করুন৷
  • সেখানে রেজিস্ট্রেশন নম্বর, রোল নম্বর-সহ বাকি বিবরণ অন্টার করুন৷
  • এবার সাবমিট করলেই আপনার CBSE দশম শ্রেণির রেজাল্ট ভেসে উঠবে স্ক্রিনে৷

UMANG অ্যাপের মাধ্যমে কীভাবে CBSE -র ফল জানা যাবে

  • UMANG অ্যাপ ডাউনলোড করে ইনস্টল করুন৷
  • প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করুন৷
  • ক্যাটেগরিজের অধীনে স্টুডেন্টস-এ ক্লিক করুন৷
  • CBSE-তে ক্লিক করুন৷
  • রেজাল্ট ডাউনলোড লিঙ্কে ক্লিক করুন৷ এবং প্রয়োজনীয় তথ্য দিন৷
  • প্রায় সঙ্গে সঙ্গেই আপনার CBSE-র ফল স্ক্রিনে চলে আসবে৷

DigiLocker অ্যাপের মাধ্যমে কীভাবে জানবেন CBSE –র ফল

  • অ্যানড্রয়েড ফোনের জন্য গুগল প্লে স্টোরের এবং iOS-র জন্য অ্যাপস্টোরে যান৷ সেখানেই DigiLocker অ্যাপ সার্চের পর ডাউনলোড করুন৷
  • অ্যাপটা খুলে Access DigiLocker-এ ক্লিক করুন৷
  • CBSE-র সঙ্গে রেজিস্টার্ড ফোন নম্বর এন্টার করুন এবং লগইন করতে বাকি বিবরণ দিন৷
  • এখানেই পেয়ে যাবেন আপনার CBSE-র দশম শ্রেণির মার্কশিট ও শংসাপত্র৷

এছাড়া digilocker.gov.in-এ গিয়ে CBSE-র দশম শ্রেণির মার্কশিট ও শংসাপত্র পেতে পারেন৷  7738299899 এই নম্বরে এসএমএস করেও ফল জানতে পারেন৷ সেক্ষেত্রে জন্ম তারিখ ও রোল নম্বর দিয়ে এসএমএস করতে হবে৷ যারা এই ফলে সন্তুষ্ট নন, তা পরীক্ষায় বসতে পারেন৷ তবে কোভিড পরিস্থিতির উন্নতি হলেই পরীক্ষার আয়োজন করা হবে৷