Representational Image (Photo Credits: Pixabay)

লুকিয়ে লুকিয়ে ছাত্রীদের স্নানের ভিডিয়ো তুলত। আর সেই ভিডিয়ো দেখে কুকর্ম করত নিরাপত্তারক্ষী। সম্প্রতি এমনই চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোরের (Indore) ভানওয়ারকুয়ানে। কলেজ ছাত্রীরা থানায় অভিযোগ দায়ের করলে শনিবার অভিযুক্ত নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয়েছে। ইতিমধ্যেই তাঁর ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। প্রাথমিক জেরায় ধৃত নিজের দোষ কবুল করেছে। সেই সঙ্গে এই ঘটনায় আর কে বা কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। যদিও ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে হোস্টেলের মহিলা আবাসিকরা।

গ্রেফতারি এড়াতে পালিয়ে যায় অভিযুক্ত

জানা যাচ্ছে, হোস্টেলে বাথরুমের ভেন্টিলেশন থেকে মোবাইল নিয়ে ভিডিয়ো তুলত ওই নিরাপত্তারক্ষী। সম্প্রতি এক তরুণী স্নান করতে গেলে তাঁর নজরে আসে। আর তারপরেই সে চিৎকার করে ওঠে। তার চিৎকার শুনে বাকিরা ভিড় জমান। তারপর সে তাঁদের সবটা জানায়। তারপর ওই নিরাপত্তারক্ষীর বিরুদ্ধে থানায় গিয়ে অভিযোগ দায়ের করা হয় পুলিশের কাছে। অন্যদিকে অভিযুক্ত ততক্ষণে পগারপার।

তদন্ত জারি রেখেছে পুলিশ

ঘটনার তদন্তে নেমে পুলিশ ওই নিরাপত্তারক্ষীর খোঁজ শুরু করে। শনিবার তাঁকে ওই এলাকা থেকেই গ্রেফতার করা হয়। পুলিশের অনুমান, ধৃত নিরাপত্তারক্ষী ওই ভিডিয়োগুলি বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিত। সেই কারণে এই ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।