Horrific Video (Photo Credit: X/Screengrab)

এবার একটি ভয়াবহ ভিডিয়ো (Video) সামনে এল লাখিমপুর থেকে। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) লাখিমপুরের (Lakhimpur) কোটওয়ালি এলাকায় সম্প্রতি একটি মেলা বসে। সেই মেলার নাগরদোলা থেকে ঝুলে থাকতে দেখা গেল এক কিশোরীকে। প্রায় ৩০ সেকেন্ড ধরে ওই কিশোরী নাগরদোলার একেবারে উঁচু থেকে উলটো দিক থেকে ঝুলে পড়ে। যা দেখে প্রত্যেকে অবাক হয়ে যান। প্রায় ৩০ মিনিট ধরে ওই কিশোরীকে নাগরদোলা থেকে ঝুলে থাকতে দেখে ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। জানা যায়, লাখিমপুরের কোটওয়ালিতে যে মেলা বসে, সেখানে ওই ধরনের উঁচু নাগরদোলা বসানোর কোনও অনুমতি দেয়নি প্রশাসন। বিনা অনুমতিতেই মেলার মাঠে ওই নাগরদোলা বসালে, সেখান থেকে ঘটে যায় চরম অঘটন।

দেখুন নাগরদোলা থেকে কীভাবে উলটোভাবে জুলে রইল কিশোরী...