দিল্লি, ১৩ অগাস্ট: মানসিক ভারসাম্যহীন তরুণীকে (Mentally Disabled Girl) গণধর্ষণ (Gang Rape)। রাতের অন্ধকারে নির্মম অত্যাচার করা হল মানসিক ভারসাম্যহীন ওই তরুণীর উপর। শুধু তাইনয়, পাশবিক অত্যাচারের পর ওই তরুণীর পিছনে ছুটে, তাঁকে ধরার চেষ্টা করে ধর্ষকরা। ফাঁকা রাস্তায় দৌঁড় করানো হয় ওই তরুণীকে। এবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বলরামপুর (Balrampur) থেকে এমনই একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যা দেখে কার্যত অবাক হতে হয় প্রত্যেককে।
বলরামপুর থেকে যে ভিডিয়ো (Video) প্রকাশ্যে আসে সেখানে দেখা যায়, রাতের অন্ধকারে রাস্তার উপর দিয়ে ছুঁটছেন এক তরুণী। কোনও দিকে না তাকিয়ে হু হু করে দৌঁড়ে যেতে দেখা যায় তাঁকে। রাতের অন্ধকারে যখন ওই তরুণী ছুটতে থাকেন, সেই সময় তাঁর পিছনে বাইক নিয়ে হনহনিয়ে যেতে দেখা যায় কয়েকজনকে। মানসিক ভারসাম্যহীন তরুণীকে কীভাবে চরম হেনস্থা করা যায়, বলরামপুরের ওই ভিডিয়ো না দেখলে বিশ্বাস হবে না কারও।
দেখুন সেই ভয়ঙ্কর ভিডিয়ো যখন মানসিক ভারসাম্যহীন তরুণীর পিছনে ছুটে চলে ধর্ষকরা...
उत्तर प्रदेश –
जिला बलरामपुर में 21 साल की मूकबधिर (गूंगी) लड़की से गैंगरेप हुआ। CCTV में लड़की भाग रही है और दरिंदे बाइक से पीछा कर रहे हैं।
देर रात पुलिस मुठभेड़ में 2 आरोपियों अंकुर वर्मा और हर्षित पांडेय को टांग में गोली लगी है !! pic.twitter.com/Q2ZPRKBNGd
— Sachin Gupta (@SachinGuptaUP) August 13, 2025
উত্তরপ্রদেশের ওই ঘটনার সিসিটিভি ফুটেজ সামনে এলে, পুলিশ অভিযুক্তদের খুঁজতে বলরামপুরের রাস্তার আনাচে কানাচে খোঁজা শুরু হয়। শেষে অভিযুক্তদের খোঁজ মিললে, পুলিশ তাদের পা লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। পুলিশ অভিযুক্তদের লক্ষ্য় করে গুলি চালানো শুরু করলে, ২ জন আহত হয়। যার জেরে ওই ২ জনকে গ্রেফতার করা হয় বলে খবর। পুলিশ এনকাউন্টারের পরপরই ওই ২ অভিযুক্তকে পুলিশ গ্রেফতার করতে পারে বলে জানা যায়।
পুলিশের তরফে কী জানানো হয়
বলরামপুরের কোটওয়ালি দেহাতের পুলিশের তরফে তল্লাশি করে ২ অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জেরা করে পুলিশ বাকিদের খোঁজ শুরু করেছে বলে জানান থানার আধিকারিক।
রাতের রাস্তায় উদভ্রান্তের মত ছুটছে মেয়ে, বাইক নিয়ে পিছনে তাড়া করছে ধর্ষকরা, মানসিক ভারসাম্যহীন তরুণীর গণধর্ষণের পর বাঁচার আর্তির ভিডিয়ো ভাইরাল