Masan Holi (Photo Credit: File Photo)

মনিকর্ণিকা ঘাটে (Manikarnika Ghat) যে শ্মশান হোলি হয়, এবার সেখানে অংশ নিতে পারবেন না মহিলারা। বারণসীর বিখ্যাত মাসান হোলি অর্থাৎ শ্মশান হোলি মহিলারা শুধু দেখতে পারবেন, তাও নির্দিষ্ট জায়গা থেকে । অর্থাৎ গঙ্গা বক্ষে নৌকায় চড়ে অথবা আশপাশে যে বাড়িগুলি রয়েছে, সেখানকার ছাদ বা জানলায় দাঁড়িয়ে এই মাসান হোলি দেখতে পারবেন মহিলারা। শ্মশানে মৃতদেহের ভস্ম নিয়ে যে হোলি হয়, সেখানে প্রচুর মানুষ যেমন হাজির হন পাশাপাশি অনেক অবাঞ্ছিত ঘটনা ঘটে। তাই মহিলাদের এবার সেখানে যাওয়ার অনুমতি দেয়নি মহাশ্মশান নাথ মন্দির কর্তৃপক্ষ। মহিলারা শুধু দূর থেকেই এই হোলি দেখতে পারবেন বলে জানানো হয়েছে সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষের তরফে।  প্রসঙ্গত মাসান হোলি বা চিতা ভস্ম হোলি নামে পরিচিত এই মাসান হোলি। যা এবার ১১ মার্চ বারাণসীর মনিকর্ণিকা ঘাটে অনুষ্ঠিত হবে।

দেখুন মন্দির কর্তৃপক্ষের তরফে কী জানানো হল...