মুম্বই, ১০ নভেম্বর: এবার হিন্দুদের সংস্কৃতি নিয়ে মুখ খুললেন জাভেদ আখতার। প্রবীণ কবি এবং বলিউডের জনপ্রিয় গীতিকার বলেন, হিন্দুদের সংস্কৃতি এবং ঐতিহত্যের জন্য ভারতে গণতন্ত্র রয়েছে। জাভেদ আখতার আরও বলেন, হিন্দুরা উদার ও বড় মনের। কিছু মানুষ রয়েছেন, যাঁরা সবসময় অসহিষ্ণু ছিলেন। হিন্দুরা এমন নয়। হিন্দুরা উদার এবং বড় মনের বলে মন্তব্য করেন জাভেদ আখতার। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের প্রতি জাভেদ আখতারের বার্তা, তাঁদের যে সহিষ্ণুতা রয়েছে, তা যেন তাঁরা কখনও না হারান। হিন্দুরা যাতে অন্যদের মত না হয়ে যান, সে বিষয়েও মত প্রকাশ করেন বলিউডের এই প্রবীণ গীতিকার। মহারাষ্ট্র নবনির্মাণ সেনা আয়োজিত দীপোৎসবে গিয়ে জাভেদ আখতার যা বলেন, তা নিয়ে ফের চর্চা শুরু হয়েছে।
দীপোৎসবে গিয়ে জাভেদ আখতার আরও বলেন, আমরা হিন্দুদের কাছ থেকে জীবযাপনের পদ্ধতি এবং ধারা শিখছি। যা তাঁরা শিখছেন, তা কি ছেড়ে দেবেন বলেও প্রশ্ন তোলেন আখতার।