Photo Credit_IANS

ধর্ম পরিবর্তনের নোটিশ দিয়েও শেষ পর্যন্ত আর ধর্মান্তরিত হলেন না কর্ণাটকের(Karnataka) হিন্দু পুরোহিত। জানা গিয়েছে, কর্ণাটকের তুমাকুরুর ওঙ্কারেশ্বর মন্দিরের প্রধান পুরোহিত হলেন ষাটোর্ধ্ব এইচআর চন্দ্রশেখরাইয়া দীর্ঘদিন পারিবারিক অশান্তির কারণে শেষ পর্যন্ত মুসলিম হতে চেয়েছিলেন এবং একেবারে নিয়ম মতন সংবাদপত্রে তিনি ধর্ম পরিবর্তনের বিজ্ঞাপনও দেন। এরপরেই পরিস্থিতির বদল হয়। রীতিমতন ফেজ টুপি পরে তাঁর মসজিদে যাওয়ার ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয় অশান্তি। এবং জানা যায়, শুক্রবার তাঁর সঙ্গে রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপি নেতা সোগাদু শিবান্না দেখা করেন এবং তারপরেই বৃদ্ধ পুরোহিত নিজের মত পরিবর্তন করেন। তিনি জানান, তিনি মুসলমান হতে চেয়েছিলেন বটে তবে ধর্মান্তরিত হননি। কিন্তু তিনি আবার শুদ্ধিকরণ করেই হিন্দু হবেন। ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।