Himanta Biswa Sarma, Gaurav Gogoi (Photo Credits: Facebook)

নয়াদিল্লি, ১৮ মেঃ কংগ্রেস সাংসদ গৌরব গগৈর (Gaurav Gogoi) বিরুদ্ধে ফের বিস্ফোরক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা (Himanta Biswa Sarma)। এবার সরাসরি গগৈর সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের যোগের সাংঘাতিক অভিযোগ তুললেন হিমন্ত। প্রকাশ্যে দাবি করলেন, আইএসআইয়ের (ISI) আমন্ত্রণে পাকিস্তানে গিয়েছিলেন কংগ্রেস সাংসদ। কোন সাংস্কৃতিক কিংবা কূটনীতিক উদ্দেশ্যে গগৈয়ের এই সফর ছিল না বরং পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের চিঠি পেয়ে তিনি সেখানে গিয়েছিলেন।

ISI-এর আমন্ত্রণে পাকিস্তানে গৌরব?

সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী হিমন্ত বলেন, 'পাক স্বরাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রনে তিনি (গৌরব গগৈ) পাকিস্তানে গিয়েছিলেন। আর আইএসআই পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে পড়ে। ভারত সরকারকে না জানিয়ে সেই আমন্ত্রণ পত্র গ্রহণ করে তিনি পাকিস্তানে গিয়েছিলেন। যদি এটা গুপ্তচরবৃত্তি না হয়, তাহলে কী?

হিমন্তের আরও অভিযোগ, 'গোয়েন্দা সংস্থার আমন্ত্রনে পাকিস্তান সফরে গিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তিনি। ফিরে এসে তিনি সংসদে প্রশ্ন তুলেছেন, উপকূলীয় রুটে নিরাপত্তা স্তর কোথায় তৈরি করা হয়েছে? ভারতের পারমাণবিক অস্ত্র কোথায় রাখা হয়েছে? এই সমস্ত প্রশ্ন কে তৈরি করে দিয়েছে আপনাকে? প্রশিক্ষণ কর্মসূচিতে এগুলি শিখেছেন?'

বিস্ফোরক হিমন্তঃ

কংগ্রেসের লোকসভার সাংসদ গৌরব গগৈর বিরুদ্ধে গুরুতর জাতীয় নিরাপত্তা লঙ্ঘনের অভিযোগ তুলে অসম মুখ্যমন্ত্রী এও বলেন, গৌরবকে ঘিরে তাঁর তোলা একটি অভিযোগও যদি ভুল হয়ে থাকে তাহলে মুখ্যমন্ত্রীত্ব ছেড়ে দেবেন তিনি। এর আগেও গৌরব গগৈয়ের স্ত্রী এলিজাবেথ কলবোর্নকে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের এজেন্ট বলে অভিযোগ তুলেছিলেন হিমন্ত।