ছোনজিন আংমো (Photo Credits: X)

নয়াদিল্লিঃ মাত্র ৮ বছরেই দৃষ্টি শক্তি জারান। কিন্তু মনের জোরের কাছে হার মানে সব শারীরিক প্রতিবন্ধকতা। এবার প্রথম দৃষ্টিহীন মহিলা হিসাবে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট (Mount Everest)জয় করলেন হিমাচল প্রদেশের ছোনজিন আংমো (Chhonzin Angmo)। বয়স ২৯ বছর। হিমাচল প্রদেশের কোননুরের বাসিন্দ আংমো। সকাল ৮.৩৪ মিনিটে পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গে পা রাখেন আংমো।

এবার পৃথিবীর শীর্ষে হিমাচলের আংমো

ছেলেবেলা থেকে পাহাড় চড়ার শখ ছিল। কিন্তু মাত্র আট বছর বয়সে দৃষ্টিশক্তি হারিয়ে সবটা অন্ধকার হয়ে যায়। ওষুধের প্রতিক্রিয়ায় দৃষ্টিশক্তি হারান। এরপরই শুরু হয় আসল লড়াই। শারীরিক প্রতিবন্ধকতাকে জয় কোরে লক্ষ্যপূরণের দিকে ধীরে ধীরে এগোতে থাকেন আংমো। চলে বিশেষ পদ্ধতিতে পড়াশোনা ও প্রশিক্ষণ। সমস্ত বাধাকে অতিক্রম কোরে একটু একটু করে এগিয়ে চলছিলেন তিনি। আর অবশেষে পৃথিবীর শীর্ষে আংমো। উল্লেখ্য, এভারেস্ট জয়ের আগে লবুচে শৃঙ্গ, এভারেস্ট বেসক্যাম্পের মতো একাধিক শৃঙ্গ জয় করেছেন আংমো। তাঁর স্বপ্ন ছিল এভারেস্ট জয়। এবার আংমোর ঝুলিতে যোগ হল সেই খেতাবও।

 আট বছর বয়স থেকে দৃষ্টিহীন, এভারেস্ট জয় করে ইতিহাসের পাতায় হিমাচলের আংমো