মানালি, ২৬ ডিসেম্বর: উত্তর ভারত জুড়ে এখন জাঁকিয়ে শীত। এই শীতের মরসুমে বরফের সঙ্গে ছুটি কাটাতে দিল্লি, নয়ডা সহ উত্তর ভারতের মানুষ এখন হিমাচলপ্রদেশে লাহু-স্পিতিতে ভিড় জমাচ্ছে। কিন্তু হিমাচলের দুর্গম লাহু-স্পিতিতে এই সময় ব্যাপক তুষারপাত, ধসে রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। তবে এবার আর সেই সমস্যা নেই। অটল টানেলে বড়দিনে গাড়ির দীর্ঘ লাইন দেখা যায়।
লে-মানালি জাতীয় সড়কের ওপর ৯ কিলোমিটার দীর্ঘ অটল টানেল তৈরি হয়ে যাওয়ায় সেই সমস্যা অনেকটাই মিটেছে। রোহতাং পাশের কাছে তৈরি হওয়া টানেল দিয়ে গতকাল, রবিবার বড়দিনে ১৯ হাজার গাড়ি চলাচল করে। পর্যটকদের ঢল মানে লাহুল-স্পিতি সহ এই অঞ্চলের পর্যটন স্থানগুলিতে।
দেখুন বড়দিনে অটল টানেলে গাড়ির দীর্ঘ লাইন
Traffic at Atal tunnel ? pic.twitter.com/KqxVmvmR5G
— RushLane (@rushlane) December 25, 2022
দেখুন টুইট
Himachal Pradesh | Over 19,000 vehicles crossed Atal Tunnel, Rohtang in the last 24 hours: Manav Verma Superintendent of Police, Lahaul-Spiti district pic.twitter.com/41SbL8L4JW
— ANI (@ANI) December 26, 2022
২০০৮ সালের অক্টোবরে মনোমহন সিং জমানায় এই টানেলের কাজ শুরু হয়েছিল, ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই টানেলের উদ্বোধন করেন।