ইন্ডিয়া(I.N.D.I.A) জোট নিয়ে একের পর এক বিজেপি নেতারা আক্রমণ শানিয়ে যাচ্ছেন। অসমের মুখ্যমন্ত্রীর পর এবার ইন্ডিয়া জোটকে বিঁধলেন অনুরাগ ঠাকুর। তিনি জানান, "তারা সংবিধানকে নষ্ট করতে চায়, গণমাধ্যমের আওয়াজকে দাবিয়ে দিতে চায়। সনাতন ধর্মকে শেষ করতে চায় ইন্ডিয়া জোটের নেতৃত্বগন অহংকারে পরিপূর্ণ।মানুষ তাদের গ্রহণ করবে না "। সম্প্রতি সনাতন ধর্ম সহ বিভিন্ন ইস্যুতে বিরোধী শিবিরের বিস্ফোরক মন্তব্যের জেরে কার্যত ইন্ডিয়া জোটকে আক্রমনের পথে নেমেছে বিজেপি শিবির।
লোকসভা নির্বাচন যতই এগিয়ে আসছে বিরোধী শিবিরের ওপর আক্রমনের ঝাঁঝ বাড়াচ্ছেন বিজেপি নেতারা।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সন্ত্রাসবাদী জোটের সঙ্গে এই জোটকে তুলনা করেন।তবে নির্বাচন যতই এগিয়ে আসছে একে অপরের দিকে বিরোধীতার ঝাঁঝ আরও বড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহল।
#WATCH | Bilaspur, Himachal Pradesh: On INDIA alliance Union Minister Anurag Thakur says,"...They want to defy the Constitution, suppress the voice of media, want to end Sanatana Dharma...The leaders of the INDI alliance are filled with arrogance, people will not accept them..." pic.twitter.com/qxL9TFYukl
— ANI (@ANI) September 16, 2023