হিমাচল প্রদেশের ব্যাপক বৃষ্টির জেরে বন্যা এবং তার ফলে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাতে ক্ষতিগ্রস্থ হয়েছে বহু মানুষ। প্রাণও হারিয়েছেন অনেক। এবার ক্ষতির পর্যালোচনা করে এবার কেন্দ্রীয় সরকারের তরফে ন্যাশনাল ডিসাজস্টার ফান্ড থেকে ২০০ কোটি টাকা সাহায্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এই বিষয়ে এক আধিকারিক জানিয়েছেন, "প্রতিটি মূহূর্তে হিমাচলপ্রদেশে অবস্থার ওপর নজর রাখা হচ্ছে এবং সঠিকভাবে যাতে বিপর্যয়ের মোকাবিলা করা যায় তার জন্য বিভিন্ন উপকরন এবং অর্থনৈতিক সাহায্য প্রদান করা হচ্ছে। এখনও পর্যন্ত প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার ২০ টি দল, ৯ কলম ভারতীয় সেনা, ভারতীয় বায়ুসেনার ৩ টি হেলিকপ্টারের দল পাঠানো হয়েছে উদ্ধারকার্যের জন্য।"
রবিবার হিমাচল প্রদেশের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি জে পি নাড্ডা। ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে কথা বলার পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনাও সারেন তিনি।
Ministry of Home Affairs has approved release of Rs 200 crore, as advance from National Disaster Response Fund (#NDRF), to government of #HimachalPradesh, to help them undertake relief measures for affected people due to Monsoon disaster, an official spokesperson of MHA said.… pic.twitter.com/3g9txZlMlg
— IANS (@ians_india) August 20, 2023