সিমলা: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) প্রবল বৃষ্টির ফলে বন্যা (flood) হয়ে গেছে বেশিরভাগ জেলায়। প্রকৃতির তাণ্ডবে লন্ডভণ্ড হয়ে গেছে বহু জায়গা। পরিস্থিতি যখন সামাল দেওয়ার চেষ্টা চলছে তখন শনিবার বিকেলে আবহাওয়া দফতরের (IMD) তরফে হলুদ সতর্কতা জারি করে জানানো হয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে সাতটি জেলার ফের প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। খবরটি শুনে চরম আতঙ্কে হিমাচল প্রদেশ তথা ভারতের মানুষ। ঠিক তখনই বন্যার ফলে রাজ্যের আনুমানিক ৫ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট (loss) হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী সুখবিন্দার সিং সুখু (CM Sukhvinder Singh Sukhu)।
"There is a possibility of almost Rs 5,000 cr loss due to flood in Himachal Pradesh," says CM Sukhvinder Singh Sukhu pic.twitter.com/licT3VfuSK
— ANI (@ANI) July 15, 2023
শনিবার রাজ্যের বিভিন্ন জায়গায় পরিদর্শন করে তিনি বলেন, "হিমাচল প্রদেশে বন্যার ফলে আনুমানিক ৫ হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট হওয়ার সম্ভাবনা (possibility) রয়েছে। আমি আগে কোনওদিন এই ধরনের পরিস্থিতি (situation) দেখিনি। আমরা বন্যার ফলে যাদের বাড়ি (houses) পুরোপুরি ক্ষতিগ্রস্ত (completely damaged) হয়েছে তাদের এক লক্ষ ৪৫ হাজার টাকা করে দেব। যাদের বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেব (compensated)।" আরও পড়ুন: Delhi Fire Video: দিল্লির কনাট প্লেসে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘটনাস্থলের ভিডিয়ো
দেখুন ভিডিয়ো:
#WATCH | Himachal Pradesh CM Sukhvinder Singh Sukhu says, "I have never seen such a situation in the past years. We have given Rs 1,45,000 to people whose houses have been damaged completely. Whose houses are partially damaged have been compensated with Rs 1 lakh." pic.twitter.com/EJnihu5aax
— ANI (@ANI) July 15, 2023