Kangana Ranaut (Photo Credit: X)

মান্ডি, ৪ জুলাই: হিমাচল প্রদেশে (Himachal Pradesh) একের পর এক মেঘভাঙা বৃষ্টির (Cloudburst)  জেরে শুরু হয়েছে বন্যা (Flash Flood)। পরপর কয়েক ঘণ্টায় যেভাবে ১০এর বেশি মেঘভাঙা বৃষ্টি হয়েছে, তার জেরে গোটা হিমাচল প্রদেশের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। হিমাচল প্রদেশের মান্ডি থেকে কিন্নউর, একাধিক জায়গায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে. মেঘভাঙা বৃষ্টি এবং হঠাৎ বন্যায় ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে হিমাচল প্রদেশে। সেই সঙ্গে ৪০০ কোটি টাকার বেশি সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

হিমাচল প্রদেশের যে অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে, তার মধ্যে অন্যতম মান্ডি। আর এই মান্ডির সাংসদ হলেন বিজেপির কঙ্গনা রানাউত। নিজের সোশ্যাল হ্যান্ডেলে কঙ্গনা লেখেন, তিনি হিমাচল প্রদেশের যে অঞ্চলগুলি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ, সেখানে যাওয়ার চেষ্টা করছেন তিনি। বিজেপির পাশাপাশি হিমাচলের সরকারের প্রতিনিধি যাঁরা অর্থাৎ দলের কর্মী, তাঁরাও যাতে বন্যা বিধ্বস্ত মানুষের কাছে পৌঁছনোর চেষ্টা করেন, সেই আবেদন জানানো হয়েছে। মান্ডিতে আবার লাল সতর্কতা জারি করা হয়েছে। তাই প্রত্যেকে যাতে সতর্ক থাকেন, সে বিষয়ে আবেদন জানান কঙ্গনা।

আরও পড়ুন: Himachal Pradesh Rain: মেঘভাঙা বৃষ্টিতে লণ্ডভণ্ড হিমাচল, বন্যা প্রাণ কেড়েছে ৬৩ জনের, ৪০০ কোটির ক্ষতি, দেখুন কী পরিস্থিতি

তবে মান্ডির (Mandi) পরিস্থিতি যখন ভয়াবহ বন্যার জেরে তখন সেখানকার সাংসদ কেন এত দেরি করে পোস্ট করলেন, তা নিয়ে কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়। মান্ডির সাধারণ মানুষকে নিয়ে কঙ্গনা চিন্তিত নন বলে কংগ্রেস কটাক্ষ করে। সেই সঙ্গে হিমাচল প্রদেশ যখন মেঘভাঙা বৃষ্টি এবং বন্য়ার সঙ্গে লড়ছে, কঙ্গনাকে সেখানে কোথাও দেখা যায়নি বলে কটাক্ষ করা হয় কংগ্রেসের তরফে।