বন্যা বিধ্বস্ত হিমাচল প্রদেশের অবস্থা সরেজমিনে তদন্ত করতে রবিবার যাচ্ছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা। বন্যা বিধ্বস্ত অঞ্চলে যাওয়ার পাশাপাশি এলাকায় ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে কথাও বলবেন তিনি। অতিরিক্ত বৃষ্টিপাত, মেঘভাঙা বৃষ্টি এবং ভঊমিধ্বস পাহাড়ি এলাকায় সাধারণ মানুষের সমস্যার সৃষ্টি করেছে।
হিমাচলপ্রদেশের সরকার গোটা রাজ্যকেই প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্থ রাজ্যা হিসেবে ঘোষমা করেছে। ২৪ জুন থেকে হওয়া এই বিপর্যয়ে এখনও পর্যন্ত ক্ষতির সংখ্যা দাঁড়িয়েছে ৮০১৪.৬১ কোটি টাকা।
এখনও পর্যন্ত ২০২২ টি বাড়ি সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত হয়েছে।৯৬১৫ টি বাড়ি আংশিক ধ্বংসপ্রাপ্ত হয়েছে।এই বছরে এখনও পর্যন্ত ১১৩ টি ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। সামার হিল ক্যাম্প থেকে এখনও পর্যন্ত ১৬ টি দেহ উদ্ধার করা হয়েছে।
এলাকা ঘুরে দেখার পর সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে আলোচনা সারবেন জে পি নাড্ডা। সেখান থেকে বিজেপি সর্বভারতীয় সভাপতি যাবেন বিলাসপুর সার্কিট হাউজে। সেখানে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সঙ্গে কথা বলবেন তিনি।
ইতিমধ্যেই রাজস্থান এবং ছত্তিশগড়ের তরফে আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। পুনরায় যাতে হিমাচলপ্রদেশকে আগের মতন করে তৈরি করা যায় তার চেষ্টা শুরু করা হয়েছে।
BJP president JP Nadda to visit disaster-hit Himachal today, take stock of flood situation
Read @ANI Story | https://t.co/t6JtZ0sgFR#JPNadda #BJP #HimachalPradesh pic.twitter.com/4H99fFztNf
— ANI Digital (@ani_digital) August 20, 2023